Home / সর্বশেষ / নিজ দেশে দাওয়াত করে ব্রাজিলের জালে গোল উৎসব করলো মরক্কো
TANGIER, MOROCCO - MARCH 25: Abdelhamid Sabiri of Morocco celebrates after scoring their second side goal with his team mates during the international friendly match between Morocco and Brazil at Grand Stade de Tanger on March 25, 2023 in Tangier, Morocco. (Photo by Alex Caparros/Getty Images)

নিজ দেশে দাওয়াত করে ব্রাজিলের জালে গোল উৎসব করলো মরক্কো

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল ব্রাজিল । সেই ধাক্কায় বিশ্বকাপের পর ব্রাজিল দলে এসেছে বড় পরিবর্তন । তিতের পদত্যাগের পর সেলেকাও কোচ হয়ে এসেছেন র‍্যামন মেঞ্জেস । যদিও তিনি স্থায়ী নন , অন্তর্বর্তী কোচ হিসেবে ব্রাজিলের দায়িত্ব নিয়েছেন । কিন্তু নিজের প্রথম মিশনেই হেরে গেছেন মরক্কোর কাছে ।

রবিবার (২৬ মার্চ) বাংলাদেশ সময় ভোরে তাঞ্জার স্টেডিয়ামে ব্রাজিলকে ১-২ গোলে হারিয়েছে মরক্কো । কাতারে প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপের সেমি ফাইনালে খেলার রেকর্ড গড়া মরক্কো ব্রাজিলকে হারিয়ে পেয়েছে বড় সাফল্য । নিজেদের ফুটবল ইতিহাসে এটাই মরক্কোর প্রথম জয় ব্রাজিলের বিপক্ষে ।

অন্তর্বর্তী কোচ হিসেবে মরক্কোর বিপক্ষে বড় ঝুঁকি নিয়েছেন মেঞ্জেস । চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই মেঞ্জেসের অধীনে কলম্বিয়ার মাটি থেকে কোপা আমেরিকার অনূর্ধ্ব-২০ ট্রফি জিতেছে ব্রাজিল । সেই স্কোয়াডসহ অলিম্পিক দলের (অনূর্ধ্ব-২৩) মোট আটজন খেলোয়াড় দলে নিয়েছিলেন তিনি । বাদ দিয়েছেন অ্যালিসন বেকার , ড্যানিলো , ব্রুনো গুইমারেস , গ্যাব্রিয়েল হেসুস , রাফিনিয়া , গ্যাব্রিয়েল মার্তিনেল্লি আর রবার্টো ফিরমিনিওর মতো পরিচিত মুখ বাদ দিয়েছেন । নেইমার জুনিয়র , রিচার্লিশন , মার্কুইনহোসরা ইনজুরির কারণে বাইরে । সব মিলিয়ে মরক্কোর বিপক্ষে অপরিনত ব্রাজিল হেরেছে অসহায়ের মতো ।

ম্যাচের ২৯ মিনিটে সোফিয়ান বুফাইয়ের গোলে এগিয়ে যায় মরক্কো ।

৬৭ মিনিটে ক্যাসিমিরোর গোলে সমতা আসে । যদিও গোলটি ব্রাজিল পায় ভাগ্যের জোরে । বক্সের বাইরে থেকে নেয়া ব্রাজিলিয়ান অধিনায়কের শটে জোর ছিল না । কিন্তু মরক্কোর কিপার ইয়াসিন বোনোর হাত ফস্কে সেই বল জড়ায় জালে ।

গোল পরিশোধের পরেও ব্রাজিল দলের খেলায় উদ্দীপনা দেখা যায় নি । এন্টোনি , ভিটর রকুদের নামিয়েও লাভ হয় নি । উল্টো ৭৯ মিনিটে আবদেলহামেদ শাবিরির গোলে দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে মরক্কো ।

Source: kriralok

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *