এই মৌসুমে দায়িত্ব পেয়ে দলকে সাফল্য তো দূরের কথা নিজেকেও মেলে ধরতে পারছিলেন না রবীন্দ্র জাদেজা। নিজের খেলার প্রতি আরো মনযোগী হতে নিজে থেকেই নেতৃত্ব ছেড়ে দিলেন রবিন্দ্র জাদেজা।
তার পরিবর্তে আবারও চেন্নাই সুপার কিংসের হাল ধরেছেন মহেন্দ্র সিং ধোনি। আর ধোনির নেতৃত্বে ফিরে আসতেই যেন পূর্ণভাবে জ্বলে উঠলো চেন্নাই এবং তার নেতৃত্বে প্রথম ম্যাচেই রানের বন্যায় বইয়ে দিলো চেন্নাইয়ের ব্যাটাররা।
সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ধোনির চেন্নাই জিতকো ১২ রানে।পুনেতে এদিন আগে ব্যাট করে রুতুরাজ গায়কোয়াড়ের ৯৯ ও এবং ডেভন কনওয়ের অপরাজিত ৮৫ রানে ২ উইকেটে ২০২ রান করে চেন্নাই সুপার কিংস।
দুই ওপেনার মিলে গড়ে তোলেন ১৮২ রানের বিশাল জুটি। জবাবে ব্যাট করতে নেমে শেষ ওভারে নিকলাস পুরান ৩ ছক্কায় ২৪ রান নিলেও ১৫ রানের হার দিয়ে মাঠ ছাড়তে হয় সানরাইজার্স হায়দরাবাদকে।
নির্ধারিত ২০ ওভারে তারা ৬ উইকেটে ১৮৯ রান করে। পুরান মাত্র ৩৩ বলে ৬৪ রানে অপরাজিত থাকেন। এই জয়ে ৯ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে ৯ নম্বরেই থাকলো চেন্নাই। অন্যদিকে টেবিলের চারে আছে সানরাইজার্স হায়দরাবাদ।