বিশ্বকাপে আগে কখনোই গ্রুপপর্বে আফ্রিকার কোন দলের কাছে হারেনি নেদারল্যান্ডস। অন্য দিকে সেনেগালও বিশ্বকাপে দু আসর খেলে কখনও ইউরোপিয়ান দলের কাছে হারেনি। কাতার বিশ্বকাপে দু’দলের লড়াইয়েও যেন সেটাই দেখা গেল।
বিশ্ব মঞ্চে ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। শক্তিশালী নেদারল্যান্ডন্সের বিপক্ষে দুর্দান্ত খেলেছে সেনেগাল। গোছানো খেলায় বেশ কিছু গোলে সুযোগও পেয়েছিলো তারা। তবে, তা ঠিকঠাক কাজে লাগাতে পারেনি আফ্রিকার দেশটি।
অন্যদিকে, ম্যাচের বেশিরভাগ সময় নিজেদের নামের প্রতি খুব সুবিচার করতে না পারলেও শেষদিকে নিজেদের কাজটুকু ঠিকঠাক করে জয় নিয়েই মাঠ ছেড়েছে ডাচরা। স্বস্তির জয়ে আসর শুরু করেছে ফন খালের দল।
আজ (সোমবার) আল থুমামা স্টোডিয়ামে বিশ্বকাপের ম্যাচটি ২-০ গোলে জিতেছে নেদারল্যান্ডস। ডাচদের হয়ে দ্বিতীয়ার্ধের শেষ দিকে গোল করে পার্থক্য গড়ে দিয়েছেন কোডি হাকপো ও ডেভি ক্লাসেন।
বিস্তারিত আসছে..