Home / সর্বশেষ / দুই জীবন পেয়েও ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ হলেন জয়

দুই জীবন পেয়েও ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ হলেন জয়

কেমার রোচের টানা দুই বলে রিভিউ নিয়ে বেঁচে গিয়েছিলেন। তারপরও ইনিংসটা বড় করতে পারলেন না মাহমুদুল হাসান জয়। এবার আর রিভিউ নেওয়ার সুযোগ পাননি।

সরাসরি বোল্ডই হয়ে গেছেন অভিষিক্ত পেসার অ্যান্ডারসন ফিলিপের বলে, করেছেন মাত্র ১০ রান। ১২.২ ওভারে জয়-তামিমের জুটিটি ছিল ৪১ রানের। নতুন ব্যাটার হিসেবে ক্রিজে এসেছেন নাজমুল হোসেন শান্ত।

তামিম ইকবাল ৩৩৩ রানে অপরাজিত আছেন। গ্রস আইলেটের ড্যারেন স্যামি ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে টসভাগ্য সহায় হয়নি বাংলাদেশের।

ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেইগ ব্রেথওয়েট টস জিতে টাইগারদের ব্যাটিংয়ে পাঠিয়েছেন। প্রথম ওভারেই বিপদে পড়তে পারতো বাংলাদেশ। কেমার রোচের ওভারের পঞ্চম বলে জোরালো আবেদন হয়েছিল।

তামিম ইকবালের প্যাডে বল লাগায় রিভিউও নিয়েছি ক্যারিবীয়রা। কিন্তু বল লেগ স্ট্যাম্প হালকা ছুঁয়ে গেলেও আউট পায়নি স্বাগতিকরা। বরং ওভারের শেষ বলটি ফ্লিক করে সীমানাছাড়া করেন তামিম।

রোচের পরের ওভারের প্রথম বলে আরেকটি বাউন্ডারি হাঁকান তামিম। এবার হাঁটু গেড়ে চমৎকার কভার ড্রাইভে। এমন শুরু করা তামিম এখন পর্যন্ত খেলছেন বেশ আত্মবিশ্বাসের সঙ্গে।

তবে প্রথম টেস্টের মতো বিপজ্জনক জায়গায় বল ফেলে ইনিংসের যাচ্ছেন কেমার রোচ। উইকেট পাওয়ার খুব কাছাকাছিই চলে এসেছিলেন ক্যারিবীয় পেসার। কিন্তু ভাগ্য সহায় হয়নি।

ইনিংসের সপ্তম ওভারের ঘটনা। ওভারের চতুর্থ বলটি মাহমুদুল হাসান জয়ের প্যাডে লাগলে আবেদন করেন রোচ। আউট দেন আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ। রিভিউ নেয় বাংলাদেশ। দেখা যায়, বল জয়ের লেগ স্ট্যাম্পের অনেকটা বাইরে ছিলো।

পরের বলটি নিচু হয়ে লেগেছিল জয়ের প্যাডে। এবারও আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। বাংলাদেশ নেয় রিভিউ। এবারও দেখা যায়, বল লেগ স্ট্যাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যেতো। সিদ্ধান্ত বদলাতে হয় আম্পায়ারকে। টানা দুই বলে বেঁচে যান জয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *