গোড়ালির চোটে পড়ায় স্কোয়াডে ছিলেন না দলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অবশ্য তার অভাবটা টের পেতে দিলেন না নেইমার।
একটি গোল করলেন। আরেকটি করালেন। তাতেই লোরিওঁর বিপক্ষে স্বস্তির জয় মিলেছে পিএসজির। রোববার স্তাদে ইয়াভেস অ্যালাইনমেন্তে লিগ ওয়ানের ম্যাচে লোরিওঁর বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে পিএসজি।
ম্যাচের প্রায় শুরুতে নেইমারের গোলে পিএসজি এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে টেরেম মোফির গোলে সমতা টানে লোরিওঁ। তবে শেষ দিকে জয়সূচক গোলটি করে দানিলো পেরেইরা।