Home / খেলার খবর / ঢাকা লীগে আজ ব্যাট হাতে ইতিহাস ভেঙে চুরমার করে দিলেন আনামুল হক বিজয়। করেছেন নতুন ইতিহাস

ঢাকা লীগে আজ ব্যাট হাতে ইতিহাস ভেঙে চুরমার করে দিলেন আনামুল হক বিজয়। করেছেন নতুন ইতিহাস

ঢাকা প্রিমিয়ার লিগে ইতিহাস গড়লেন আনামুল হক বিজয়। দুর্দান্ত ফর্মে থাকা এই ব্যাটসম্যান আজ ব্যাট হাতে রেকর্ড গড়েছেন তিনি। লিস্ট ‘এ’র মর্যাদা পাওয়ার পর থেকে ঢাকা প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন প্রাইম ব্যাংকের এই ওপেনার। এনামুল পেছনে ফেলেন সাইফ হাসানকে, ২০১৮-১৯ মৌসুমে যিনি প্রাইম দোলেশ্বরের হয়ে ১৬ ম্যাচে ৬২.৬১ গড়ে রান করেছিলেন ৮১৪।

৮০৫ রান নিয়ে বৃহস্পতিবার লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে মাঠে নেমেছিলেন এনামুল। শীর্ষে উঠতে ১০ রান প্রয়োজন ছিল তার। বিকেএসপিতে ইনিংসের তৃতীয় বলে চার মেরে রানের খাতা খোলেন তিনি। পরের ওভারে পেসার আল-আমিন হোসেনকে ডিপ কভার ও মিড উইকেট দিয়ে দুই চার হাঁকান। তাতে রেকর্ডবুকে নিজের নাম তুলে নেন ডানহাতি ব্যাটসম্যান।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৭৭ বলে ৫৯ রান করে অপরাজিত রয়েছেন এনামুল এবং ২৪ বলে ২৮ রান করা অপরাজিত রয়েছেন ইয়াসির আলি। দলের রান ২৪.২ ওভারে ১১৬।

লিগে এবার দারুণভাবে হাসছে এনামুলের ব্যাট। ১২ ম্যাচে ৭৪.৬৪ গড়ে, ৯৭.৩৯ স্ট্রাইক রেটে রান করেছেন। ৬টি হাফ সেঞ্চুরির সঙ্গে তার নামের পাশে আছে ২টি সেঞ্চুরি। এবারই ক্যারিয়ার সেরা ১৮৪ রানের ইনিংস খেলেছেন এনামুল। রাউন্ড রবিন লিগে ৭২৮ রান নিয়ে তিনি ছিলেন দুই নম্বরে।

৭৪৯ রান নিয়ে লিজেন্ডস অব রূপগঞ্জের নাঈম ইসলাম ছিলেন শীর্ষে। সুপার লিগের প্রথম ম্যাচে নাঈম রান পাননি। ৩৩ রানে ফেরেন সাজঘরে। এনামুলের ব্যাট থেকে আসে ৭৭ রান। তাতে ৮০০ রান ছাড়িয়ে যান এ ব্যাটসম্যান। আজ একই ধারাবাহিকায় রান পাচ্ছেন এনামুল। সঙ্গে সর্বোচ্চ রানের মুকুট নিজের করে নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *