তারকাখচিত দল করেও ঢাকা প্রিমিয়ার লিগে সুপার রাউন্ডে উঠতে পারেনি মোহামেডান স্পোর্টিং ক্লাব। জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান সহ বেশ কয়েকজন তারকা ক্রিকেটার নিয়েছিল মোহামেডান।
figure class=”wp-block-image size-full”>
কিন্তু পারিবারিক কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে দেশে ফিরে ঢাকা প্রিমিয়ার লিগে খেলেননি সাকিব। তবে সুপার লিগে সাকিব আল হাসানকে দেখা যাবে মাঠে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের বদলে লিজেন্ডস অব রূপগঞ্জে যোগ দিচ্ছেন বাংলাদেশের বাঁহাতি অলরাউন্ডার।
figure class=”wp-block-image size-full”>
মোহামেডানের ক্রিকেট কমিটির কো-অর্ডিনেটর এ জি এম সাব্বির এই খবর নিশ্চিত করেছেন। তারা সাকিবকে অব্যাহতি দিয়ে রূপগঞ্জে খেলার অনুমতি দিয়েছেন।
figure class=”wp-block-image size-full”>
গত রাতে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে সাকিব আল হাসান। তিনি বলেছেন, “এই সিজনে আমি খেলতে চেয়েছিলাম। কিন্তু মোহামেডান কোয়ালিফায়ার না করায় আমি সুপার লিগের যে কোনো একটি দলে খেলতে চাই।
figure class=”wp-block-image size-full”>
পরে জানিয়েছেন, লিজেন্ডস অব রূপগঞ্জের সঙ্গে তার কথা হয়েছে। তার অনাপত্তিপত্র চাওয়ার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি তাকে অব্যাহতি দেওয়ার।” সাব্বির আরো জানান, লিগের বাকি চার ম্যাচে খেলবেন সাকিব। বুধবার যুক্তরাষ্ট্র থেকে দেশে পা রাখবেন বলেন তিনি।