Home / বাংলা হেল্‌থ / টেস্ট সিরিজে ধবল ধোলাই হওয়ার পর ওয়ানডে সিরিজ নিয়ে নতুন বাহানা ধরলেন সাকিব

টেস্ট সিরিজে ধবল ধোলাই হওয়ার পর ওয়ানডে সিরিজ নিয়ে নতুন বাহানা ধরলেন সাকিব

টেস্ট সিরিজ শেষ হয়েছে। এবার শুরু হবে টি-২০ ও ওয়ানডে সিরিজ। টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান ওয়ানডে সিরিজ খেলতে চান না। টি-২০ সিরিজ খেলেই ক্যারিবিয়ান দ্বীপ ছাড়তে চান তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে ছুটি চাচ্ছেন সাকিব আল হাসান। ওয়ানডে সিরিজ থেকে ছুটি চেয়ে তিনি আবেদন করবেন বিসিবিতে, এমনটাই গুঞ্জন ক্রিকেট পাড়ায়।

তবে ক্রিকেট বোর্ড ছুটি দেবে কিনা সেটাই দেখার বিষয়। দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ হেরেছে ২-০ ব্যবধানে। আগামি ২ জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচের টি-২০ সিরিজ।

পরদিন ৩ জুলাই দ্বিতীয় ও ৭ জুলাই সিরিজের শেষ টি-২০ ম্যাচটি অনুষ্টিত হবে। সাকিব টি-২০ সিরিজ খেলেই ফিরতে চান। টি-২০ সিরিজ শেষে আগামি ১০ জুলাই শুরু হবে ওয়ানডে সিরিজ।

তিন ম্যাচের ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্টিত হবে ১৩ জুলাই। সিরিজের শেষ ম্যাচটি অনুষ্টিত হবে ১৬ জুলাই। এরপরই দেশে ফিরবে টাইগাররা।

তবে সাকিবের ছুটির বিষয়ে এখনো কোনো কিছু জানায়নি ক্রিকেট বোর্ড। ছুটির চিঠি পেলেই বোর্ড সিদ্ধান্ত নেবেন তাকে ওয়ানডে সিরিজে ছুটি দেওয়া হবে কিনা।

টেস্ট সিরিজ হারের পরই সাকিব টেস্ট সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুলেছেন। দেশের মানুষ টেস্ট ক্রিকেট দেখেন না বলেও মন্তব্য করেছেন তিনি। এর আগে প্রথম টেস্ট হারের পর ব্যাটারদের দায়িত্ব নিয়েও প্রশ্ন তুলে ছিলেন তিনি।

বলেছিলেন, যার যার দায়িত্ব সবাইকে পালন করতে হবে। পারফর্ম করেই টিকে থাকতে হবে। এসব মন্তব্যে তুমুল আলোচনায় থাকা সাকিব নতুন করেই হয়তো আলোচনায় আসছেন ছুটির আবেদন নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *