Home / সর্বশেষ / টাইব্রেকারে ব্রাজিলকে কাঁদিয়ে সেমিফাইনালে ক্রোয়েশিয়া
TOPSHOT - Croatia's goalkeeper #01 Dominik Livakovic and teammates celebrate after qualifying to the next round after defeating Brazil in the penalty shoot-out of the Qatar 2022 World Cup quarter-final football match between Croatia and Brazil at Education City Stadium in Al-Rayyan, west of Doha, on December 9, 2022. (Photo by GABRIEL BOUYS / AFP) (Photo by GABRIEL BOUYS/AFP via Getty Images)

টাইব্রেকারে ব্রাজিলকে কাঁদিয়ে সেমিফাইনালে ক্রোয়েশিয়া

গোটা ম্যাচে দুর্দান্ত খেলেছিলো ব্রাজিল। একের পর এক গোলের সুযোগও তৈরি করেছিলো দলটি। কিন্তু, নির্ধারিত সময়ে কোন গোলের দেখা পায়নি সেলেসাওরা।

খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেই শুরুতে বাজিমাত করেছিলো তিতের দল। নেইমারের গোলে এগিয়ে যায় ব্রাজিল। তখন জয়ের স্বপ্নই দেখেছিলো সেলেসাওরা।

এমন সময়েই দারুণ এক গোলে ব্রাজিলকে স্তব্ধ করে দিয়ে ক্রোয়েশিয়া কে সমতায় ফেরায় পেটকোভিচ। এতে অতিরিক্ত সময়েও সমতায় খেলা শেষ হয়।

ফলাফল ফয়সালা হয় টাইব্রেকারে। আর বিশ্ব মঞ্চের নক আউট পর্বে টাইব্রেকার মানেই তো ক্রোয়েটদের উল্লাস। এবারও সেটাই হয়েছে।

হট ফেভারিট ব্রাজিলকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শেষ চার নিশ্চিত করেছে লুকা মদ্রিচরা। আজ (শুক্রবার) রাতে দোহার এডুকেশন সিটি

স্টোডিয়ামে বিশ্ব কাপের শেষ আটের লড়াইয়ে টাইব্রেকারে ব্রাজিল কে ৪-২ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। ব্রাজিলের হয়ে নেইমারের গোলে

পিছিয়ে যাওয়ার পর পেটকোভিচের গোলে সমতায় ফিরে ক্রোয়েশিয়া।ব্রাজিলের হয়ে রদ্রিগো ও ব্রুনো গুইমারেস ট্রাই বেকারে শট মিস করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *