তাসকিন আহমেদের চোট গুরুতর নয়। জাতীয় দলের এই পেসার ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে আছেন।তবে শঙ্কার কিছু নেই। এ ধরনের চোট থেকে সুস্থ হয়ে উঠতে খুব বেশি দিন সময় লাগার কথা নয়।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তাই তাসকিনকে অনিশ্চিত বলার সুযোগ নেই! চোট কাটিয়ে ফেরার পথেই আবারও জিম করতে গিয়ে পিঠে ব্যথা পান বাংলাদেশ পেসার।
তবে এখন ‘ঠিক’ আছেন তিনি, ফিটনেস টেস্ট পার করে এখন তিনি সীমিত ওভারের দলের সাথে ওয়েস্ট ইন্ডিজেই আছেন।
নিজের সাম্প্রতিক অবস্থা নিয়ে এরপর সাংবাদিকদের বলেন, ‘কয় দিন আগে জিম করতে গিয়ে ব্যথা পেয়েছিলাম, এখন আল্লাহর রহমতে ঠিক আছি।
গত দুই দিন বোলিং করলাম, আল্লাহর অশেষ রহমতে, আপনাদের দোয়ায় ভালো আছি এখন।’ এ মাসের শুরুর দিকে নেটে বোলিং শুরু করেন তাসকিন,
যিনি ভুগছিলেন কাঁধের চোটে। এ কারণে ইংল্যান্ড যেতে হয়েছিল তাঁকে, তবে শেষ পর্যন্ত অস্ত্রোপচার লাগেনি। এর মধ্যেই পিঠে ব্যথা পাওয়া একরকম শঙ্কা জাগালেও ফিটনেস টেস্টে কোনো সমস্যা হয়নি বলেই জানিয়েছেন,
‘গতকাল এবং আজ একশ শতাংশ দিয়েই বোলিং করার চেষ্টা করেছি এবং এফোর্টগুলো ঠিক ছিল। সব ধরনের বলই চেষ্টা করেছি এবং এখানে আমাদের নির্বাচক, চিকিৎসকেরা সবাই ছিলেন।
তারাও সন্তুষ্ট, আমিও সন্তুষ্ট। সমস্যা হয়নি, সামনে বাকি সব আল্লাহর ইচ্ছা।’ওয়েস্ট ইন্ডিজ দলেও আছে অনেক পরিবর্তন।
চাইলে টেস্ট দলটাকে তারা সেন্ট লুসিয়াতেই রেখে যেতে পারে। কারন এই দলের মাত্র ৩ জন আছেন সাদা বলের ফরম্যাটে।