ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে ৩৪ তম ম্যাচে আজ টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি ক্যাপিটালস। আজকের ম্যাচের একাদশে কোন পরিবর্তন আনেনি দিল্লি। দুই দলের জন্যই এটি এবারের আসরে সপ্তম ম্যাচ।
ছয় ম্যাচের মধ্যে ইতিমধ্যে চার ম্যাচে জয়লাভ করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে রাজস্থান রয়েলস। বিশেষ করে এবারের আসরে দুর্দান্ত ফর্মে রয়েছে রাজস্থান রয়েলসের ওপেনার জস বাটলার। ইতিমধ্যেই টুর্ণামেন্টে দুটি সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি।
অন্যদিকে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস।এখন পর্যন্ত টুর্ণামেন্টে তারা তিনটি ম্যাচে জয়লাভ করেছে। দিল্লি ক্যাপিটালস হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছে ওপেনার ডেভিড ওয়ার্নার। ইতিমধ্যেই হাফ সেঞ্চুরির হ্যাটট্রিক পূরণ করেছেন তিনি।
তবে আগামী কালকের ম্যাচে দুই দলের কোনো একাদশে আসছে না তেমন পরিবর্তন। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮ টায়।