Home / V-NEWS / জেনে নিন কে সেই মুফতাহ , আইসক্রিম ব্যবসায়ী থেকে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চের নায়ক
AL KHOR, QATAR - NOVEMBER 20: Morgan Freeman at the opening ceremony before the FIFA World Cup Qatar 2022 Group A match between Qatar and Ecuador at Al Bayt Stadium on November 20, 2022 in Al Khor, Qatar. (Photo by Richard Sellers/Getty Images)

জেনে নিন কে সেই মুফতাহ , আইসক্রিম ব্যবসায়ী থেকে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চের নায়ক

জমকালো আয়োজনে ফুটবল বিশ্বকাপের উদ্বোধন করল কাতার। গ্রেটেস্ট শো অন আর্থ’র উদ্বোধনী মঞ্চে দেখা গেল ঘানিম আল মুফতাহকে। দুহাতে ভর দিয়ে মঞ্চে এসে অভিনেতা মর্গান ফ্রিম্যানের সঙ্গে সঞ্চালনা করলেন বেশ কিছুক্ষণ। পবিত্র কোরআন পাঠও করলেন। দর্শকদের জানার আগ্রহ জাগতেই পারে, কে এই মুফতাহ?

মুফতাহ কাতার বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডার। জন্ম থেকেই পা নেই তার। কডাল রিগ্রেশন সিন্ড্রোমে ভুগছেন তিনি। খুব কম মানুষেরই এই রোগ দেখা যায়। কিন্তু সেই সব বাধা টপকে একাধিক মানুষের অনুপ্রেরণা হয়ে উঠেছেন মুফতাহ। ২০ বছর বয়সী মুফতাহর ইউটিউব চ্যানেল রয়েছে। সেখানে তিনি মানুষকে অনুপ্রেরণা দিতে বিভিন্ন কথা বলেন। এছাড়া আইসক্রিমের ব্যবসাও রয়েছে তার।

রোববার ফ্রিম্যানের সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠান মাতান মুফতাহ। তার শ্লোক শোনালেন উপস্থিত দর্শকদের এবং সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের। কাতারের বিভিন্ন দিক তুলে ধরা হলো সেই অনুষ্ঠানে। প্রথমেই দেখা যায় কাতারের শাসক শেখ মহম্মদ বিন রশিদ আল-মাখতুমকে। প্রথমে গান দিয়ে শুরু হয় অনুষ্ঠান। তার পরেই বিশ্বকাপে ঐক্যের বার্তা শোনাতে শোনাতে হাজির হন হলিউডি অভিনেতা মর্গ্যান ফ্রিম্যান। তার সঙ্গে মঞ্চে প্রবেশ করেন মুফতাহ।

অনুষ্ঠানে কোরীয় ব্যান্ড বিটিএস-এর প্রধান গায়ক জান কুক সংগীত পরিবেশন করেন। তার সঙ্গেই এলেন কাতারের গায়ক ফাহাদ আল-কুবায়সি। এর আগের বিশ্বকাপে যে যে গানগুলো গাওয়া হয়েছিল, সেগুলো ফিরে এলো। ১৯৯৮ বিশ্বকাপে রিকি মার্টিনের গাওয়া ‘ওলে, ওলে’ থেকে ২০১০ বিশ্বকাপে শাকিরার গাওয়া ‘ওয়াকা, ওয়াকা’, সবই শোনা গেল। আগের বিশ্বকাপে যে সব ম্যাসকট ছিল, তাদেরও একে একে হাজির করানো হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *