Home / সর্বশেষ / গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পচা শামুকে পা কাটতে চায়না ব্রাজিল

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পচা শামুকে পা কাটতে চায়না ব্রাজিল

ল্যাতিন আমেরিকার জায়ান্ট ব্রাজিল কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে। এক ম্যাচ হাতে রেখেই তারা বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে।

তাই বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিল যখন ক্যামেরুনের বিপক্ষে মুখোমুখি হবে, তখন নিজেদের বেঞ্চের শক্তি আরও একবার পরক্ষ করে নেওয়ার সুযোগ এসেছে তাদের সামনে।

ব্রাজিলের তারকা নেইমার, দানিলো, সান্দ্রো ইনজুরিতে। তাছাড়া নকআউট পর্বের পূর্বে নিজেদের নিয়মিত একাদশের প্লেয়ারদের কিছুটা বিশ্রাম দেওয়ার জন্য

ক্যামেরুনের বিপক্ষে একেবারেই নতুন একটি একাদশ নামাতে চলছে ব্রাজিল। গ্লোবো স্পোর্টস জানিয়েছে, এই ম্যাচে ব্রাজিলের গোলপোস্টে থাকবেন এডারসন।

ডিফেন্সে থাকবেন টেল্লেস, ব্রেমার, এডার মিলিটাও, দানি আলভেস। মিডফিল্ডে থাকবেন রোদ্রিগো, ফ্যাবিনহো, ব্রুনো গুইমারেস। আক্রমন ভাগে থাকবেন মার্তিনেল্লি, গ্যাব্রিয়েল জেসুস এবং অ্যান্থনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *