কাতার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ
সময় রাত ১টায় ম্যাচটি শুরু হয়। ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠেছে মেসির দল। ম্যাচের ৩৪তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেছেন দলটির প্রাণভোমরা লিওনেল মেসি।
বিশ্বকাপ আসরে এটি মেসির ১১তম গোল। গোলটির মাধ্যমে তিনি স্বদেশী গ্যাব্রিয়েল বাতিস্তুতার ১০ গোলের রেকর্ড ছাড়িয়ে গেলেন। এটি চলতি বিশ্বকাপের পঞ্চম মেসির।
মেসির গোলের ৫ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন হুলিয়ান আলভারেজ। মাঝমাঠ থেকে বল নিয়ে একক নৈপুণ্যে গোলটি করেন আলভারেজ।