উইন্ডসোর পার্ক রোসোতে সিরিজের উদ্বোধনী ম্যাচ শুরু হওয়ার কথা আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়। তবে ম্যাচ ঠিকঠাকভাবে সম্পন্ন হওয়া নিয়ে শঙ্কা রয়েছে।
বৃষ্টির কারণে এর আগে বাধাপ্রাপ্ত হয়েছে দুই দলের অনুশীলন, এবার বাধাপ্রপ্ত হতে পারে ম্যাচও। আটলান্টিক মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবে ডমিনিকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে প্রায় সারাদিনই।
ভারি বৃষ্টিপাত না হলেও এই গুঁড়িগুঁড়ি বৃষ্টিই ম্যাচ পণ্ড করে দেওয়ার জন্য যথেষ্ট। আবহাওয়ার পূর্বাভাস বলছে, ম্যাচ যে সময়ে মাঠে গড়াবে সে সময়ও বৃষ্টি ঝরবে সাগরে বেষ্টিত রাষ্ট্র ডমিনিকায়।
ফলে ম্যাচ অনুষ্ঠিত হওয়া নিয়ে সংশয় আর শঙ্কা থাকছেই। এই ম্যাচ দিয়ে দীর্ঘ দময় পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে ডমিনিকায়।
ডমিনিকার স্থানীয় ক্রিকেট সমর্থকরা তাই কায়মনোবাক্যে চাইবেন, বৃষ্টি যেন ম্যাচে হানা না দেয়। এই ম্যাচ ভেসে গেলেও অবশ্য আরেকটি ম্যাচ দেখার সুযোগ পাবেন তারা।
প্রথম ম্যাচের মত দ্বিতীয় ম্যাচের ভেন্যুও ডমিনিকা। প্রসঙ্গত, ২০১৭ সালে ভয়াবহ ও শক্তিশালী ঘূর্ণিঝড় মারিয়া উইন্ডসর পার্ককে বেশ ক্ষতিগ্রস্ত করে।
৬ মিলিয়ন ডলার খরচ করে স্টেডিয়ামটি সংস্কার করা হয়েছে। এরপর এবারই প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে।