Home / সর্বশেষ / ক্যাচ মিসের মোহড়ায় সাকিবদের উড়িয়ে জয় তুলে নিল মাশরাফির সিলেট

ক্যাচ মিসের মোহড়ায় সাকিবদের উড়িয়ে জয় তুলে নিল মাশরাফির সিলেট

বরিশালের দেওয়া পাহাড়সম রান সহজেই টপকে গেল সিলেট স্ট্রাইকার্স। আগে ব্যাট করে সাকিব ঝড়ে প্রথম ইনিংসে ১৯৫ রান করে ফরচুন বরিশাল।

জবাব দিতে নেমে ৬ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় সিলেট। টুর্নামেন্টে এটি তাদের টানা দ্বিতীয় জয়। ১৯৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই কলিন অ্যাকারম্যান (১) রানআউট হলে ধাক্কা খায় সিলেট।

তবে দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্ত আর তৌহিদ হৃদয় ৬৭ বলে ১০১ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ে ফেরান। ৪০ বলে ৫ চার আর ১ ছক্কায় ৪৮ রান করে রানআউটের ফাঁদে পড়েন শান্ত।

হাফসেঞ্চুরিয়ান তৌহিদ হৃদয় ৩৪ বলে ৭ চার আর ১ ছক্কায় করেন ৫৪। এরপর ১৮ বলে ৪৩ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন কদিন আগেই জাতীয় দলে সুযোগ পাওয়া জাকির হাসান। যে ইনিংসে ৪টি চারের সঙ্গে ৩টি ছক্কা হাঁকান বাঁহাতি এই ব্যাটার।

শেষটা করেছেন মুশফিকুর রহিম আর থিসারা পেরেরা। মুশফিক ১১ বলে ২৩ আর ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করা পেরেরা ৯ বলে ২০ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতেই ৬৭ রান তোলে বরিশালের দুই ওপেনার চতুরঙ্গা ডি সিলভা ও আনামুল হক।

২১ বলে ২৯ রান করা আনামুলকে ফিরিয়ে জুটি ভাঙেন মাশরাফি। এরপর চতুরাঙ্গাকে (৩৬) ফেরান পাকিস্তানি স্পিনার ইমাদ ওয়াসিম।

৬ রানের ব্যবধানে দুই ওপেনারকে হারানোর পর দলীয় ১০৮ রানের মাথায় তৃতীয় উইকেটও হারায় তারা। ইফতিখারকে (১৩) ক্যাচ দিতে বাধ্য করেন মাশরাফি।

এরপর মাহমুদউল্লাহর সঙ্গে জুটি গড়ে ধাক্কা সামাল দেন সাকিব। ২০ বলে তাদের জুটিতে আসে ৩০ রান। ১২ বলে ১৯ রান করে রিয়াদ থিসারার শিকার হন।

রিয়াদ বিদায় নিলেও চলতে থাকে সাকিবের তাণ্ডব। তবে ব্যক্তিগত ৩২ রানে জীবন পান সাকিব। এর মধ্যে জীবন পেয়ে সাকিব আরও আগ্রাসী হয়ে ওঠেন।

১৭তম ওভারে তার ৩ চার ও ১ ছক্কায় আসে ১৯ রান। এর মধ্যেই ২৬ বলে ফিফটি তুলে নেন সাকিব। এরপর ১৯তম ওভারে ফের জীবন পান সাকিব। তবে পরের ওভারেই সাকিবকে থামান মাশরাফি।

তবে সেটাও ছিল বিতর্কিত। কারণ রিপ্লেতে দেখা যায় সেটা নো বল ছিল। বিদায়ের আগে ৩২ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৬৭ রান করেন সাকিব। শেষদিকে ১২ বলে ১৭ রানের ঝড়ো ব্যাটিংয়ে বরিশালের সংগ্রহ ২০০-এর কাছাকাছি নিয়ে যান করিম জানাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *