Home / খেলার খবর / কোহলি ফিরতে পারবেন, নাকি পাকিস্তানি পেসারের কথাই সত্য হবে?

কোহলি ফিরতে পারবেন, নাকি পাকিস্তানি পেসারের কথাই সত্য হবে?

বিরাট কোহলি কি তার সেরা সময় ফেলে এসেছেন? তার কি পতন শুরু হয়ে গেছে? ২০১৯ সালের পর ভারতীয় সেনসেশনের ব্যাটে সেঞ্চুরি নেই। চলতি আইপিএলে এখন পর্যন্ত একটি ফিফটিও করতে পারেননি। এর মধ্যে গত দুই ম্যাচে পেয়েছেন ‘গোল্ডেন ডাক’।

এই অবস্থায় ভারতীয় গণমাধ্যমেও কোহলিকে নিয়ে বিদ্রুপ শুরু হয়ে গেছে। কেউ কেউ বলছেন, তার অবিলম্বে ঘরোয়া ক্রিকেটে ফেরা উচিত। কারও মত, বিশ্রাম নিয়ে আবার স্বরূপে ফিরুন সাবেক অধিনায়ক।

তবে ড্যানিয়েল ভেট্টোরি, কেভিন পিটারসেন, সুনিল গাভাস্কার, রবি শাস্ত্রীর মতো সাবেকরা পাশে দাঁড়াচ্ছেন কিংবদন্তি ব্যাটারের। তারা মনে করছেন, একটি ভালো ইনিংসই বদলে দিতে পারে কোহলির সব। কিন্তু সেই ভালো ইনিংসটা কবে আসবে?

তারকা ব্যাটারের এই খারাপ ফর্মের মধ্যেই তাকে নিয়ে ২০২১ সালে করা পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আসিফের এক ভবিষ্য়দ্বাণী ভাইরাল হয়েছে।

যেখানে শচিন টেন্ডুলকারের সঙ্গে কোহলিকে তুলনায় আনতেই নারাজ আসিফ। ‘কভারড্রাইভক্রিকেট’ ইউটিউব চ্যানেলে আসিফ বলেছিলেন, ‘অনেক কোহলিকে শচিনের থেকে বেশি ভালো বলেন। তবে আমার এমনটা মনে হয় না।’

আসিফ দাবি করেছিলেন, কোহলি তার ফিটনেস দিয়ে এতদূর চলে এসেছে, কিন্তু যখন তার পতন শুরু হবে, তখন আর ফেরানো সম্ভব হবে না।

পাকিস্তানি সাবেক গতিতারকার ভাষায়, ‘শচিন ওপরের হাতে ভর করে খেলতো এবং ওর টেকনিকটা বেশি কেউ জানে না। কোহলি নিচের হাতে ভর করে ব্যাটিং করে। ও এখন শুধু নিজের ফিটনেসের উপর নির্ভর করেই ভালো পারফর্ম করছে। ওর ফিটনেস ওকে অনেক সাহায্য করেছে। যে মুহূর্তে ওর পতন শুরু হবে, আমার মনে হয় না তারপর আর ফিরতে পারবে।’

গত বছর বলা আসিফের এই কথা কি তবে সত্যি হতে চলেছে? পতন কি শুরু হয়ে গেছে কোহলির? টানা দুই ম্যাচে শূন্য মেরেছেন। আজ (মঙ্গলবার) আইপিএলে রাজস্থান রয়্যালসের বিপক্ষেও ব্যাট কথা না বললে আসিফের কথার পক্ষে আরও অনেকেই দাঁড়িয়ে যাবেন নিঃসন্দেহে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *