Home / সর্বশেষ / কোন উপায় না পেয়ে টেস্ট ক্রিকেটের বর্তমান দলকে পরিবর্তন করে নতুন দল করার ঘোষনা দিল বিসিবি

কোন উপায় না পেয়ে টেস্ট ক্রিকেটের বর্তমান দলকে পরিবর্তন করে নতুন দল করার ঘোষনা দিল বিসিবি

ব্যাটারদের ব্যর্থতায় আবারও পরাজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ দল। অ্যান্টিগায় প্রথম ম্যাচে ইনিংস পরাজয় এড়ালেও, সেইন্ট লুসিয়ায় দ্বিতীয় ম্যাচে সেটিই চোখরাঙানি দিচ্ছে।

মাত্র ৪ উইকেট হাতে নিয়ে ইনিংস পরাজয় এড়াতে আরও ৪২ রান করতে হবে সফরকারীদের। ম্যাচের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৩২ রান।

প্রথম ইনিংসে সাকিব আল হাসানের দল গুটিয়ে গিয়েছিল ২৩৪ রানে। পরে ওয়েস্ট ইন্ডিজ ৪০৮ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়ে নেয় ১৭৪ রানের লিড।

যা টপকানোই এখন বড় চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। এদিকে টেস্ট ক্রিকেটে উন্নতির জন্য আলাদা টেস্ট সেটআপ করার ঘোষণাও দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

গতকাল সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, “টানা খেলার মধ্যে আপনি টেস্ট সংস্কৃতি কিভাবে তৈরি করবেন। আপনি বলবেন ঘরোয়া ক্রিকেট।

কিন্তু টানা ট্যুর করে কোন ছেলেটা ঘরোয়া ক্রিকেট খেলতে পারবে? আমাদের ঘরোয়া ক্রিকেট খেলার সুযোগই তো নেই।” “তাহলে আপনি উন্নতিটা করবে কীভাবে? একমাত্র অপশন হচ্ছে, নতুন একটা সেট তৈরি করা।

যেটা আসলে এর আগে আমরা চিন্তা করিনি, এখন চিন্তা করছি। আমাদের আলাদা একটা সেট থাকবে যারা এই জাতীয় দলের কোনো খেলা খেলবেন না। তারা ঘরোয়া ক্রিকেট খেলবে দেশে এবং দেশের বাইরে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *