Home / সর্বশেষ / কেউ ১০ উইকেটে হারে, কেউ ১০ উইকেটে জেতে; ব্যবধান ৪ দিনের!

কেউ ১০ উইকেটে হারে, কেউ ১০ উইকেটে জেতে; ব্যবধান ৪ দিনের!

আয়ারল্যান্ডকে গতকাল বৃহ্স্পতিবার সিরিজের শেষ ওয়ানডেতে ১০ উইকেটে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এটাই ওয়ানডেতে উইকেটের ব্যবধানে বাংলাদেশের সবচেয়ে বড় জয়। প্রথমবারের মতো কোনো প্রতিপক্ষকে ১০ উইকেটে হারাল বাংলাদেশ।

অথচ এর চার দিন আগে অস্ট্রেলিয়ার কাছে একই ব্যবধানে হেরেছে ‘ক্রিকেট মোড়ল’ ভারত। বিষয়টি নিয়ে সমর্থক মহলে বেশ হাস্যরসের সৃষ্টি হয়েছে। ভারতের কিছু মিডিয়াও এ ব্যাপারে সংবাদ প্রকাশ করেছে।

গত ১৯ মার্চ বিশাখাপত্তমে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ১১৭ রানে অল-আউট হয়েছিল ভারত। ম্যাচটি মাত্র ১১ ওভারে ১০ উইকেটে জিতে নেয় অস্ট্রেলিয়া।

তৃতীয় ম্যাচ জিতে তারা সিরিজও দখল করেছে। ভারত যেখানে মাত্র ১১ ওভারে অস্ট্রেলিয়ার কাছে ম্যাচ হেরে গিয়েছিল, সেখানে বাংলাদেশ জিতেছে ১৩.১ ওভারে।

আয়ারল্যান্ডকে ১০১ রানে গুটিয়ে দিয়েছিল বাংলাদেশের পেসাররা। মাত্র ২৮ ওভার ব্যাট করতে পেরেছে তারা। এই প্রথমবার বাংলাদেশি পেসাররা প্রতিপক্ষের ১০ উইকেট নিলেন।

অস্ট্রেলিয়াকে ওই ম্যাচ জিতিয়েছিলেন দুই ওপেনার মিচেল মার্শ ও ট্রাভিস হেড। দুজনই হাফ সেঞ্চুরি করেছিলেন। তবে বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস আর তামিম ইকবালের মধ্যে যেকেনো একজনের ফিফটি করার সুযোগ ছিল।

লিটনই সেই সুযোগটা নেন। ৩৭ বলে পূরণ করেন ক্যারিয়ারের নবম ফিফটি। তামিম অপরাজিত থাকেন ৪১ বলে ৪১* রানে। সাদা বলে বাংলাদেশ সর্বশেষ ২০১৮ সালের জানুয়ারিতে মিরপুরে শেরে বাংলায় শ্রীলঙ্কার কাছে ১০ উইকেটে হেরেছিল। আর ভারত গত তিন বছরে হারল চারবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *