Home / সর্বশেষ / কলকাতা নয়, আইপিএলে নতুন দলে নাম লেখাতে যাচ্ছেন লিটন দাস

কলকাতা নয়, আইপিএলে নতুন দলে নাম লেখাতে যাচ্ছেন লিটন দাস

প্লেয়ার রেটিংসনের পর নতুন করে করে খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে ইন্ডিয়ান পিমিয়ার লিগ আইপিএলের দল গুলো গুজরাত টাইটান্স

এবারের প্লেয়ারের রেটিংসনের ধরে রাখা ক্রিকেটারের তালিকা জানিয়াছে । এবার তারা কলকাতা নাইট রাইডার্সের কাছে বিক্রি করে দিছে আফগান উইকেট রক্ষক ব্যাটার রহমত উল্লাহ গুরবাজকে ।

তাই তাদের ওপেনিংয়ে স্যুট খালি হয়েছে। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে লিটন দাসের অবিশ্বাস্য ব্যাটিং ঝলোক সবাইকে মুগ্ধ করেছিল ।

ইন্ডিয়ান পিমিয়ার লিগ আইপিএলে বেশ কয়েকটি ফ্রেঞ্জাইজির নজর কেরেছে লিটন দাস। ওপেনিংয়ে বিধংসী ব্যাটিংয়ে পাশাপাশি উইকেটের পিছনে কার্যকরী লিটন।

রহমত উল্লাহ গুরবাজের জায়গায় ওপেনিং ব্যাটারের পাশাপাশি উইকেট রক্ষক হিসাবে লিটন দাসকে দলে অন্তর ভুক্ত করতে পারে হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান।

এমন সম্ভাবনা তৈরি হয়েছে প্লেয়ার রোটেশনের। ভারতের বিপক্ষে মাত্র ২৭ বলে ৬১ রানে ঝড়ো ব্যাটিং খেলে সবার নজর কারে লিটন টাইগার মারকুটু এই ব্যাটারকে গুজরাত টাইটান্সের হয়ে লড়াই করতে হবে এমনটাই ধারনা করা হচ্ছে।

ওজি কিপার মেথুউডের সঙ্গে সমপ্তি সময়ে বাংলাদেশ ক্রিকেটে সব চেয়ে গুরত্বপূর্ণ মুখ হয়ে উঠেছেন লিটন দাস। ইন্ডিয়ান পিমিয়ার লিগ আইপিএল ২০২৩ এর আসরে লিটনকে গুজরাত টাইটান্সের র্জাসিতে দেখা গেলে

অবাক হওয়ার কিছুই থাকবে না হার্দিক পান্ডিয়ার দলের লক্ষ্য লিটনের মতো বিধ্বংসী একজন ওপেনার পাশাপাশি কপার নেওয়ার।আবার হার্দিক পান্ডিয়ার পছন্দ লিটন দাশকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *