Home / সর্বশেষ / কলকাতায় পা দিয়েই বাজারে লাউ কিনতে চলে গেলেন কেকেআরের বোলার!

কলকাতায় পা দিয়েই বাজারে লাউ কিনতে চলে গেলেন কেকেআরের বোলার!

আইপিএলের সময় যত এগিয়ে আসছে, কলকাতায় একের পর এক ক্রিকেটারের চলে আসার সংখ্যাও বাড়ছে। আন্দ্রে রাসেল-সহ একাধিক ক্রিকেটার ইডেন গার্ডেন্সে অনেক দিন ধরেই অনুশীলন করছেন।

এ বার চলে এলেন লকি ফার্গুসন এবং টিম সাউদিও। নিউ জ়‌িল্যান্ডের দুই পেসার এ বার কলকাতার অন্যতম বড় ভরসা।

তবে লকির আগমনের খবর অভিনব এক ভিডিয়োর মাধ্যমে জানিয়েছে কেকেআর, যা দেখে সমর্থকরা হাস্যরসের প্রশংসা করেছেন।

ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক ক্রেতা দোকানে গিয়ে লাউয়ের খোঁজ করছেন। কখনও সাধারণ মুদির দোকানে, কখনও চায়ের দোকানে লাউয়ের কথা জিজ্ঞাসা করছেন।

অবশেষে পৌঁছে যান বাজারে। সেখানে গিয়েই পেয়ে যান নধর একটি লাউ। তার পরেই বোঝা যায়, ওই ক্রেতা আর কেউ নন, খোদ লকি ফার্গুসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *