সেইন্ট লুসিয়ায় টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর সাকিব জানিয়েছেন, উইন্ডিজদের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য।
বিশেষ করে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ জিততে পারলে আসন্ন এশিয়া কাপ এবং বিশ্বকাপের জন্য আত্মবিশ্বাস পাবে বাংলাদেশে; এমনটাই মনে করছেন সাকিব।
টাইগার ক্রিকেটের এই পোস্টার বয়ের ভাষ্যে, ‘আমাদের যদি টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন চিন্তা করেন, তাহলে অনেক গুরুত্বপূর্ণ এ সিরিজ।
এরপর এশিয়া কাপ খেলব, তার পরই বিশ্বকাপ। সে দিক থেকে সময় নেই। খুবই গুরুত্বপূর্ণ। ওয়েস্ট ইন্ডিজের মতো প্রতিদ্বন্দ্বীতামূলক দলের সঙ্গে খেলাটা বড় চ্যালেঞ্জ।
এখানে ভালো করতে পারলে শ্রীলঙ্কায় এশিয়া কাপে খুব ভালোভাবে কাজে আসবে—এ মানসিকতাটা, আত্মবিশ্বাসটা। আমরা জানি এশিয়া কাপ খুবই কঠিন হবে,
যেখানে ভারত-পাকিস্তান (আছে), এমনকি আফগানিস্তানও এশিয়ার ভালো একটা দল। শ্রীলঙ্কাও ধারাবাহিকভাবে খুবই ভালো খেলছে।
আমাদের উন্নতি অনেক জায়গা আছে। তবে আমরা যদি দলগতভাবে ভালো খেলতে পারি তাহলে এই সিরিজ আমাদের জেতার সম্ভাবনা রয়েছে।’