Home / সর্বশেষ / এমবাপ্পের সাথে সব কিছু ছিন্ন করে দিল রিয়াল

এমবাপ্পের সাথে সব কিছু ছিন্ন করে দিল রিয়াল

গত কয়েক মৌসুমের চেনা চিত্র এটি, প্রতিবার দলবদলের সময় আসে আর কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যাচ্ছেন কিনা সেটি নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়। এবারও ব্যতিক্রম ছিলো না, তবে বরাবরের মতোই পিএসজিতে থেকে গিয়েছেন এমবাপ্পে।

রিয়ালে যাওয়া তো দূরে থাক, উল্টো পিএসজির সঙ্গে চুক্তি বাড়িয়েছেন ফরাসি তারকা। সামনের মৌসুমেও তাই রিয়ালে যাওয়ার সম্ভাবনা খুব একটা নেই এমবাপ্পের।

গত গ্রীষ্মের দলবদলে এমবাপ্পের পিএসজি ছেড়ে রিয়ালে যাওয়াকে মনে হচ্ছিল সময়ের ব্যাপার। কিন্তু শেষ মুহূর্তে গিয়ে উল্টে যায় পাশার দান। রিয়ালে না গিয়ে পিএসজিতেই থেকে যান এমবাপ্পে।

এত দর কষাকষির পরও এমবাপ্পের না আসাটা মানতে পারেনি রিয়াল কর্তৃপক্ষ। সে সময় এমবাপ্পের সিদ্ধান্তে সরাসরি নিজের হতাশার কথাও জানান রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। এমবাপ্পে বদলে গেছেন বলেও মন্তব্য করেন পেরেজ।

কিন্তু মৌসুমের শুরু থেকেই পিএসজির সঙ্গে এমবাপ্পের দ্বন্দ্বের খবর সামনে আসে। মেসি–নেইমারের সঙ্গে সম্পর্কের অবনতি এবং তাকে খেলানোর ধরন নিয়েও প্রশ্ন তোলেন এমবাপ্পে। সব মিলিয়ে মাঝ মৌসুমেই এমবাপ্পের সঙ্গে পিএসজির সম্পর্ক একরকম ভেঙে পড়ে।

যারা এমবাপ্পেকে রিয়ালে দেখার অপেক্ষায় ছিলেন, তাদের আশায় পানি ঢেলে দিল মার্কার খবরটি। এখন নাকি রিয়াল এমবাপ্পেকে কেনার পথ থেকে পুরোপুরি সরে এসেছে। এমনকি তারা পিএসজির সঙ্গে এ বিষয় নিয়ে আর কোনো যোগাযোগ করছে না।

এদিকে পিএসজির সঙ্গে এমনিতেই সম্পর্কটা ভালো যাচ্ছে না এমবাপ্পের। পিএসজিও নাকি এই ফরাসি ফরোয়ার্ডের কাছে থাকা-না থাকার ব্যাপারে স্পষ্ট সিদ্ধান্ত জানতে চেয়েছে। সব মিলিয়ে এমবাপ্পের ভবিষ্যৎ কিছুটা অনিশ্চিতই মনে হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *