Home / সর্বশেষ / এমবাপ্পেকে ক্লাবে রাখতে হলে ৩ শর্ত মানতে হবে পিএসজিকে

এমবাপ্পেকে ক্লাবে রাখতে হলে ৩ শর্ত মানতে হবে পিএসজিকে

মোটা অঙ্কের বিনিময়ে প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) থিতু হয়েছেন কিলিয়ান এমবাপ্পে। পারিশ্রমিকের রেকর্ড গড়ে লা প্যারিসিয়ানদের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন ফরাসি ফরোয়ার্ড।

খেলোয়াড় কিংবা কোচ নিয়োগেও তরুণ তারকার নাক গলানোর সুযোগ রেখেছে পিএসজি। সেই সুযোগটাই নিচ্ছেন এমবাপ্পে। স্প্যানিশ দৈনিক ওকে দিয়ারিও জানিয়েছে,

ব্রাজিলিয়ান তারকা নেইমারকে বিদায় করলেই পার্কে দেস প্রিন্সেসে থাকতে রাজি হবেন এমবাপ্পে। বিশ্বকাপের আগে নেইমার-এমবাপ্পের সম্পর্কের টানাপোড়েনের খবর প্রকাশ হয় গণমাধ্যমে।

পেনাল্টি কিক নেয়া নিয়ে দুই তারকার মধ্যে বিরোধের তৈরি হয়। ইউরোপিয়ান গণমাধ্যমগুলোর খবর, নেইমার ও এমবাপ্পের মাঠের ঝগড়া ড্রেসিংরুমেও গড়ায়।

এরপর থেকেই নাকি নেইমারকে বিদায় করতে উঠে পড়ে লাগেন এমবাপ্পে। এদিকে এমবাপ্পের রিয়াল মাদ্রিদ যাত্রার গুঞ্জন এখনো শেষ হয়নি।

স্পোর্টসক্যাডা ওকে দিয়ারিও’র বরাত দিয়ে জানিয়েছে, পিএসজিতে থাকতে তিনটি শর্ত দিয়েছেন বিশ্বকাপের গোল্ডেন বুট বিজয়ী তারকা।

যার প্রথম এবং প্রধান শর্তটি হলো, নেইমারকে বিদায় করতে হবে। ওকে দিয়ারিও জানিয়েছে, এমবাপ্পের দ্বিতীয় শর্তটি হলো নতুন কোচ ক্রিস্তফ গালতিয়েরকে

সরিয়ে পিএসজির ডাগআউটে জিনেদিন জিদানকে আনতে হবে। তৃতীয় শর্ত, টটেনহ্যাম হটস্পারের ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইনকে দলে ভেড়ানোর শর্ত দিয়েছেন এমবাপ্পে।

বিশ্বকাপ জিতে এমিলিয়ানো মার্টিনেজ কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে হাস্যরসের সৃষ্টি করেছেন। ট্রফি প্যারেডের সময় এমবাপ্পের ‘বেবি ডল’ নিয়ে মজা করেছেন আর্জেন্টাইন গোলরক্ষক।

এমি মার্টিনেজের পাশে দাঁড়িয়েই সেসব মুহূর্ত উপভোগ করেছেন পিএসজির আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। গুঞ্জন ছিল,

বিশ্বকাপের ঘটনার জেরে মেসির সঙ্গে সম্পর্কের অবনতি ঘটেছে এমবাপ্পের। তবে ওকে দিয়ারিও জানিয়েছে মেসিকে নিয়ে কোনো শর্ত দেননি এমবাপ্পে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *