Home / খেলার খবর / এক লাফে ১০ লাখ টাকা করা হচ্ছে সাকিবদের টেস্ট ম্যাচ ফি!

এক লাফে ১০ লাখ টাকা করা হচ্ছে সাকিবদের টেস্ট ম্যাচ ফি!

টেস্ট ক্রিকেটে ক্রিকেটারদের আগ্রহ বাড়াতে সুযোগ-সুবিধা বাড়ানোর পরিকল্পনা করছে বোর্ড। বর্তমানে টেস্টের ম্যাচ ফি ছয় লাখ টাকা। ওয়ানডেতে তিন আর টি-টোয়েন্টিতে ম্যাচ ফি দুই লাখ টাকা।

এখন টেস্ট ম্যাচ ফি আরও বাড়ানোর পরিকল্পনা করছে বিসিবি। সেই ক্ষেত্রে ম্যাচ ফি হতে পারে ১০ লাখ টাকা। এই বিষয়ে বিসিবি অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন,

টেস্ট ক্রিকেটে সুযোগ-সুবিধা বাড়ানোর ব্যাপারে নীতিগতভাবে একমত হয়েছেন বোর্ড সভাপতি। আকর্ষণীয় ম্যাচ ফি দেওয়া গেলে টেস্টের প্রতি আগ্রহ বাড়বে খেলোয়াড়দের।

বোর্ডে আলোচনা করে এ ব্যাপারে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হবে।’ তবে সবার আগে একটি আলাদা টেস্ট দল গঠন করতে চাই বিসিবি। কিন্তু সেই তুলোনায় টেস্ট খেলোয়াড় নেই।

ইতোমধ্যে টেস্ট ক্রিকেটার বাড়াতে নির্বাচকদের নির্দেশও দিয়েছেন নাজমুল হাসান পাপন। দুই বছর সাইকেলে ১৬টি ম্যাচ রয়েছে। এ ছাড়াও দ্বিপক্ষীয় সিরিজ খেলার সুযোগ উন্মুক্ত রেখেছে আইসিসি।তাই সারা বছরই টেস্ট ক্রিকেটারদের খেলার ভেতরে রাখারও পরিকল্পনা নিচ্ছে বিসিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *