Home / সর্বশেষ / এক আসরে ব্রাজিলের কাছে সর্বোচ্চ গোল খাওয়ার লজ্জার রেকর্ড গড়লো আর্জেন্টিনা

এক আসরে ব্রাজিলের কাছে সর্বোচ্চ গোল খাওয়ার লজ্জার রেকর্ড গড়লো আর্জেন্টিনা

বিচ সকার কোপা আমেরিকা-২০২৩ এর ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারিয়ে তৃতীয়বার শিরোপা জিতল ব্রাজিল। আলবিসেলেস্তেদের ১৩-৫ গোলের ব্যবধানে হারিয়ে তারা।

সর্বশেষ ২০২২ আসরে চ্যাম্পিয়ন হয় প্যারাগুয়ে। কনমেবল বিচ সকার কোপা আমেরিকার আগের তিন আসরের মধ্যে দুই আসরই শিরোপা ঘরে তুলেছিল ব্রাজিল। টুর্নামেন্টটিতে প্রথমবারের মতো ফাইনালে খেলেছে আজেন্টিনা।

রোববার (১৯ মার্চ) ফাইনালে ঘরের মাঠে আর্জেন্টিনাকে ১৩-৫ গোলে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টটির চতুর্থ আসরে তৃতীয় শিরোপা ঘরে তুলল সেলেসাওরা।

২০১৬ সালে শুরু হওয়া টুর্নামেন্টটির প্রথম, দ্বিতীয় (২০১৮) ও চতুর্থ (২০২৩) আসরের চ্যাম্পিয়ন পেলে-নেইমারের দেশের বিচ ফুটবলাররা।

ম্যাচের শুরু থেকেই স্বাগতিক আর্জেন্টিনাকে চেপে ধরে ব্রাজিল। একের পর এক আক্রমণ চালিয়ে ফিলিপের দুই, জে লুকাস, এডসন হাল্ক ও জর্ডানের এক গোল ভর করে প্রথমার্ধেই ৫-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল।

বিরতির পর যেন আরও ভয়ঙ্কর হয়ে ওঠে ব্রাজিলের আক্রমণভাগ। তাদের দুর্দান্ত পেসে দিশেহারা হয়ে পড়ে আর্জেন্টিনা। এবার গুণে গুণে আটটি গোল হজম করে স্বাগতিকরা। এর মাঝে আলবিসেলেস্তেরা পাঁচ গোল দিলেও কার্যত তা শুধুই ব্যবধান কমিয়েছে।

স্বাগতিকদের হয়ে গোল করেন পোমার, রিভাদেনেইরা, মেদেরো ও ডি সোসা। শেষ পর্যন্ত ১৩-৫ গোলের জয় নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়ে ব্রাজিল।

বিচ সকার কোপা আমেরিকা-২০২৩ এ একই গ্রুপে পড়েছিল দল দুটি। গ্রুপ পর্বেও আর্জেন্টিনাকে হারিয়েছে ব্রাজিল। তবে ব্রাজিলের কাছে হেরেও গ্রুপ রানার্স আপ হয়ে সেমিফাইনালে উঠেছিল আর্জেন্টিনা।

সেমিফাইনালে কলম্বিয়াকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে আর্জেন্টিনা। আর অপর সেমিতে প্যারাগুয়েকে ৭-৪ গোলে হারিয়ে ফাইনালে পা রাখে ব্রাজিল। কিন্তু ফাইনালে উঠে পাত্তাই পায়নি আর্জেন্টিনা। ১৩-৫ গোলে হেরে শিরোপা জয় আর হয়নি তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *