Home / সর্বশেষ / ইরানে মাটির নিচে ‘গোপন বিমানঘাঁটি’, ভিডিও প্রকাশ

ইরানে মাটির নিচে ‘গোপন বিমানঘাঁটি’, ভিডিও প্রকাশ

মাটির নিচে গোপন বিমানঘাঁটি, উড়বে ক্ষেপণাস্ত্রসহ যুদ্ধবিমান এবং ড্রোনও। এমনটাই জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা নিউজ। ইরানের স্থানীয় সময় মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) এই গোপন ঘাঁটির ভিডিও প্রকাশ করেছে তেহরান। ‘ঈগল ৪৪’ নামের এ ঘাঁটি তৈরি করা হয়েছে পাহাড়ের নিচে।

ঘাঁটির সঠিক অবস্থান প্রকাশ করা হয়নি, তবে রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে, এটি ‘পাহাড়ের নিচে শত শত মিটার গভীরে’ এবং ‘মার্কিন যুদ্ধবিমান হামলা’ প্রতিরোধ করতে সক্ষম।

এর আগে ২০২২ সালের মে মাসে একটি গোপন ড্রোনঘাঁটি প্রকাশ্যে আনে তেহরান। ঘাঁটিটি দেশের পশ্চিমাঞ্চলে জাগ্রোস পর্বতমালার নীচে অবস্থিত।

ইরনা নিউজ আরো জানায়, যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলের যেকোনো হামলা প্রতিরোধে এই ঘাঁটি থেকে তাৎক্ষণিক বিমান উড্ডয়ন সম্ভব।

মঙ্গলবার রাষ্ট্রীয় গণমাধ্যম ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি এবং সেনাবাহিনীর কমান্ডার-ইন-চিফ মেজর জেনারেল আবদোলরহিম মুসাভিকে এই নতুন ঘাঁটিতে দেখা যায়।

সূত্র: ভয়েস অফ আমেরিকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *