Home / খেলার খবর / ইংল্যান্ডের নতুন টেস্ট অধিনায়ক ও কোচ চূড়ান্ত!

ইংল্যান্ডের নতুন টেস্ট অধিনায়ক ও কোচ চূড়ান্ত!

চলতি সপ্তাহেই বেন স্টোকসকে ইংল্যান্ডের নতুন টেস্ট অধিনায়ক ঘোষণা করা হবে। প্রকাশ করা হবে নতুন টেস্ট কোচ গ্যারি কারস্টেনের নামও। যুক্তরাজ্যের জনপ্রিয় গণমাধ্যম ‘ডেইলি মেইল’-এর প্রতিবেদনে এসেছে এমন তথ্য।

তারা জানিয়েছে, মঙ্গলবার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নতুন ম্যানেজিং ডিরেক্টর রব কি জরুরী বৈঠক সেরেছেন বেন স্টোকসের সঙ্গে। সেই বৈঠকেই চূড়ান্ত হয়ে গেছে অনেক কিছু।

গত ১৫ এপ্রিল জো রুট ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়ার পরই সহ-অধিনায়ক বেন স্টোকসের নামটি সামনে চলে আসে। রব কি’র সঙ্গে স্টোকসের বৈঠকের পর ব্যাপারটা নিশ্চিত হলো আরও।

এদিকে ইংল্যান্ডের নতুন টেস্ট কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকান গ্যারি কারস্টেনের নিয়োগও প্রায় নিশ্চিত বলে জানা গেছে। বর্তমানে আইপিএলের দল গুজরাট টাইটান্সের সঙ্গে ব্যস্ত থাকা এই কোচ ইংল্যান্ডের দায়িত্ব নিতে সম্মতি দিয়েছেন।

বুধবার লর্ডসে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন রব কি। দায়িত্ব নেওয়ার পর নিজের প্রথম সংবাদ সম্মেলনেই নতুন অধিনায়ক ও কোচের নামটি ঘোষণা করার কথা কথা তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *