Home / সর্বশেষ / আবারো শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তুরস্ক
HATAY, TURKEY - FEBRUARY 07: Smoke billows from Iskenderun Port fire as people walk past collapsed buildings on February 07, 2023 in Iskenderun, Turkey. A 7.8-magnitude earthquake hit near Gaziantep, Turkey, in the early hours of Monday, followed by another 7.5-magnitude tremor just after midday. The quakes caused widespread destruction in southern Turkey and northern Syria and were felt in nearby countries. (Photo by Burak Kara/Getty Images)

আবারো শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তুরস্ক

ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের দক্ষিণাঞ্চলে আবারও ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প সৃষ্টি হয়েছে। সোমবার স্থানীয় সময় রাত ৮টা ৪ মিনিটে দেশটির দক্ষিণাঞ্চলীয় হাতায় প্রদেশে এ ভূমিকম্প হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

গত ৬ ফেব্রুয়ারি সংঘঠিত ভয়াবহ ভূমিকম্পে ৪১ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ডিজাস্টার রেসপন্স এজেন্সি এএফএডি।

এএফপির একজন সাংবাদিক আতঙ্কের দৃশ্য বর্ণনা করেছেন। তিনি জানান, নতুন করে হওয়া ভূমিকম্পে বিধ্বস্ত শহরের আকাশে ধুলোর মেঘ উড়তে দেখা গেছে।

অনেক বেশি ক্ষতিগ্রস্ত ভবনগুলোর দেয়াল ভেঙে পড়েছে এবং বহু মানুষ আহত হয়ে সাহায্য প্রার্থনা করেন।

ইফাদ জানিয়েছে, তুরস্ক এবং সিরিয়ায় ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর থেকে ৬ হাজারের বেশি আফটারশক রেকর্ড করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *