Home / সর্বশেষ / আবারও আম্পায়ারের ভুল সিদ্ধান্তের বলি হলেন সাকিব

আবারও আম্পায়ারের ভুল সিদ্ধান্তের বলি হলেন সাকিব

বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচে ভুল সিদ্ধান্তের বলি হতে হল সাকিব আল হাসানকে। আম্পায়ারের ভুল সিদ্ধান্তে শূন্য রানেই আউট হতে হল সাকিবকে।

শুরুতে লিটন দাস আউট হলেও সৌম্য এবং শান্ত দারুণ ভাবে চাপকে জয় করে এগিয়ে নিতে থাকে বাংলাদেশকে। ১০ ওভার শেষে বাংলাদেশের রান দাঁড়ায় ৭০।

১১তম ওভারেই ছন্দ পতন বাংলাদেশের। চতুর্থ বলে সৌম্য সরকার ক্যাচ তুলে বিদায় নেওয়ার পরের বলেই এলবি আউট হন সাকিব আল হাসান।

কিন্তু রিভিউ নিয়েছিলেন সাকিব। সেখানে পরিষ্কার দেখা যায়, সাকিবের ব্যাট মাটির উপরে এবং বল তার পায়ে লাগার আগেই ব্যাট স্পর্শ করেছে যা আল্ট্রাএজে পরিষ্কার ভাবে ফুটে উঠে।

কিন্তু তারপরও আম্পায়ার সাকিব আল হাসানকে আউট ঘোষণা করেন। মাঠে সাকিব প্রতিবাদ করেছিলেন, কিন্তু কোন কাজ হয়নি। তাকে মাঠ ছাড়তে হয় আম্পায়ারের ভুল সিদ্ধান্তের বলি হয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *