Home / সর্বশেষ / আফিফকে বাদ দেওয়ার পিছনের কারণ জানালেন কোচ হাথুরুসিংহে
MIRPUR, BANGLADESH - MARCH 03: Afif Hossain of Bangladesh during the 2nd One Day International between Bangladesh and England at Sher-e-Bangla National Cricket Stadium on March 03, 2023 in Mirpur, Bangladesh. (Photo by Gareth Copley/Getty Images)

আফিফকে বাদ দেওয়ার পিছনের কারণ জানালেন কোচ হাথুরুসিংহে

২০১৯ সালের পর থেকে টানা ৬১ ম্যাচ জাতীয় দলে খেলেছেন আফিফ হোসেন। তবে সর্বশেষ ইংল্যান্ড সিরিজে একাদশ থেকে বাদ পড়েন তিনি।

পরবর্তীতে জাতীয় দল থেকেও আফিফকে বাদ দেওয়া হয়। তার বাদ পড়া নিয়ে এরপরই চলতে থাকে আলোচনা-সমালোচনা। তবে মিডল অর্ডার এই ব্যাটারের বাদ পড়ার কারণ জানিয়েছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগের দিন (২৬ মার্চ) সংবাদ সম্মেলনে এসেছিলেন হাথুরুসিংহে। সেখানে তার কাছে আফিফ পারফরম্যান্সের কারণেই বাদ পড়েছেন কিনা জানতে চাওয়া হয়। জবাবে হাথুরু বলছেন, ‘অবশ্যই।

তার চেহারার কারণে নয়, পারফরম্যান্সের জন্যই বাদ পড়েছে। যে কেউ বাদ পড়লেই সেটা পারফরম্যান্সের কারণে হয়ে থাকে। কখনও কখনও আবার কৌশলগত কারণে। যদি আমরা আলাদা কিছু করতে চাই, আলাদা কাউকে দেখতে চাই; এটাও কখনও কখনও কারণ হয়।’

তবে দল থেকে বাদ পড়েই যে দলের দরজা আফিফের জন্য বন্ধ হয়ে গেছে তা নয়। ভালো পারফর্ম করলে অন্যদের মতো আফিফও দলে ডাক পাবেন বলে জানিয়েছেন হাথুরু। অবশ্য আফিফের সাথে এসব নিয়ে কথা বলেছেন এই টাইগার ওস্তাদ। পুনরায় দলে ঢুকতে করণীয় সম্পর্কেও তিনি বাতলে দিয়েছেন।

টাইগার কোচ আরও বলেন, ‘সে দলের বাইরে আছে এখন। তার এখন যা করা দরকার, তাই করতে হবে। গিয়ে রান করতে হবে। আমি তার সঙ্গে কিছু জায়গায় উন্নতির ব্যাপারে কথা বলেছি। যদি সে তা করতে পারে, তাহলে দলের প্রয়োজনে সবার মতোই সেও সুযোগ পাবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *