Home / সর্বশেষ / আন্তর্জাতিক ক্রিকেটে ভাল খেলে বিপিএলে বড় দায়িত্ব পেলেন মিরাজ

আন্তর্জাতিক ক্রিকেটে ভাল খেলে বিপিএলে বড় দায়িত্ব পেলেন মিরাজ

২০২২ সাল স্মরণীয় করে রেখেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এই বছর আন্তর্জাতিক ক্রিকেটে অসাধারণ একটি সময় কাটিয়েছেন তিনি।

বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছিলেন তিনি। এর আগে ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পেয়েছিলেন টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি।

তাইতো এবার টি-টোয়েন্টি ক্রিকেটে ও সেঞ্চুরি করতে চান মেহেদী হাসান মিরাজ। আর সেটি হতে পারে আসন্ন বিপিএলেই। আগামী ৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম আসর।

এই টুর্নামেন্টে ফরচুন বরিশালের হয়ে খেলবেন বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এই টুর্নামেন্টে ওপেনার হিসেবেই দেখা যেতে পারে মেহেদী হাসান মিরাজকে।

গত বছর ওয়ানডে ক্রিকেটের পাশাপাশি টি-টোয়েন্টি ক্রিকেট নিয়েও বেশ আলোচনায় ছিলেন মেহেদী হাসান মিরাজ। ওপেনার সংকটের কারণে সাব্বির রহমানের সাথে বেশ কয়েকটি ম্যাচে ওপেনিং করেছেন তিনি।

তবে শেষ পর্যন্ত সেটি আর চালিয়ে যায়নি টিম ম্যানেজমেন্ট। তবে বিপিএলে ওপেনার হিসেবে দেখা যাবে মেহেদী হাসান মিরাজকে এমনটাই জানিয়েছেন তিনি। আর তেমনটি হলে বিপিএলে সেঞ্চুরি করতে চান তিনি।

গতকাল প্রথম আলো ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে মেহেদী হাসান মিরাজ বলেন, ‌ “টি–টোয়েন্টির সেঞ্চুরির জন্য ওপেনিং বা ওপরের দিকে ব্যাটিং করা দরকার।

দোয়া করবেন শীঘ্রই যেন হয়ে যায়।” “এখানে আমার অধিনায়ক সাকিব ভাই আছেন। ভাই বলেছেন বিপিএলে ওপেন করাবেন।

দোয়া করবেন, এবার যেন টি–টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরিটা করতে পারি।” আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এখন পর্যন্ত ৫ ম্যাচে ওপেন করেছেন মিরাজ।

যার সর্বশেষটি অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে, নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে। এরপর অবশ্য অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি–টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচই খেলেছেন একটি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ম্যাচে নেমেছিলেন ছয় নম্বরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *