যদি কোনদিন ক্রিকেটে সেঞ্চুরি প্রসঙ্গ ওঠে তাহলে প্রথমেই সবার আগে মাথায় নাম চলে আসে শচীন টেন্ডুলকারের নামটা অবশ্য সবারই। আর কেনই বা আসবেন না বলুন তো তিনি যে আন্তর্জাতিক ক্রিকেটে 100 টি সেঞ্চুরি করেছেন।
তার আশেপাশে তো আর কাউকে দেখা যায় না। তার এই রেকর্ড অনেকদিন ধরে অক্ষত রয়েছে এবং আশা করি থাকবে এই রেকর্ড কোন ব্যাটসম্যানের পক্ষে ভাঙ্গা অত্যন্ত কষ্টসাধ্য কাজ।
তবে আজ আমরা এবার আলোচনা করব যে কত জন ব্যাটসম্যান তার দেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরি হাঁকিয়েছেন তা নিয়ে। শচীন টেন্ডুলকার:
তিনি শুধুমাত্র ভারতীয় ব্যাটসম্যান হিসেবেই নয় আন্তর্জাতিক ব্যাটসম্যান হয়ে তার সেঞ্চুরি সংখ্যা100। তার ক্যারিয়ারের 24 টি বছর ধরে তেন্ডুলকর ভারতীয় ক্রিকেটের নানান পরিস্থিতির মধ্যে এই কৃতিত্ব অর্জন করেছেন।
রিকি পন্টিং: তিনি অজিদের সবথেকে সফলতম অধিনায়ক। তিনি অস্ট্রেলিয়ার সেরা ব্যাটিং এর মধ্যে একজন অতি অবশ্যই। আন্তর্জাতিক ক্রিকেটে তার সেঞ্চুরি সংখ্যা শচীন তেন্ডুলকর এর পরে অবস্থান করছে। তার ঝুলিতে মোট সেঞ্চুরি রয়েছে 71 টি।
কুমার সাঙ্গাকারা: শ্রীলংকার ক্রিকেটের ভদ্র ক্রিকেটার যদি থাকে তাহলে প্রথমেই যার নাম বলা যায় সে হচ্ছে কুমার সাঙ্গাকারা। ম্যাচের ভারসাম্য রক্ষা করেছেন উইকেটের পিছনে থেকে যেমন তিনি আবার ব্যাট হাতেও বিশ্ব ক্রিকেটকে শাসন করেছেন। শ্রীলংকার হয়ে তিনি সেঞ্চুরি করেছেন মোট 63 টি।
জ্যাক ক্যালিস: দক্ষিণ আফ্রিকার সেরা অলরাউন্ডার যদি বলা হয় কাউকে তাহলে জ্যাক ক্যালিস অতি অবশ্যই এটা বলা নিশ্চয়ই ভুল হবেনা। দক্ষিণ আফ্রিকার হয়ে বল হাতে কিংবা ব্যাট হাতে তার পারফরম্যান্স খুবই আকর্ষণীয় ছিল ক্রিকেট বিশ্বের কাছে। প্রোটিয়াদের হয়ে তিনি 62 সেঞ্চুরি বানিয়েছেন।
ব্রায়ান লারা: ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ক্রিকেটের রাজকুমার বলে যদি কাউকে ডাকা হয় তাহলে সেটা ব্রায়ান লারা হবেই । ইংল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডের মাটিতে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান 400 এই রেকর্ড বহুকাল ধরে রয়েছে। ক্যারিবিয়ানদের হয়ে তিনি সবচেয়ে বেশি সেঞ্চুরি করার মালিক। লারার রয়েছে 53 আন্তর্জাতিক সেঞ্চুরি।
ইউনিস খান: তিনি তার সময়ে পাকিস্তানের সেরা ব্যাটসম্যান ছিলেন। যিনি মূলত পাকিস্তানের মিডল অর্ডারে ব্যাট করতে আসতেন। ইউনিস খান যাবতীয় রেকর্ড লাল বলের ক্রিকেটেই করেছেন। পাকিস্তানের হয়ে সবথেকে বেশি 42 সেঞ্চুরি রয়েছে তার ঝুলিতে।
রস টেলর: কিউইদের অন্যতম সেরা টপ অর্ডার ব্যাটসম্যান। 40 আন্তজার্তিক সেঞ্চুরির করার কৃতিত্ব অর্জন করেছে ব্ল্যাক ক্যাপসদের জার্সিতে রস টেইলর।
জো রুট: ইংল্যান্ডের বর্তমান অধিনায়ক যিনি সারা বছর ধরেই ফর্মে থাকেন। বর্তমান সময়ে তিনি ধারাবাহিকভাবে ভালই খেলে চলেছেন। টি-টোয়েন্টি ক্রিকেট তাকে খেলতে দেখা যায় না এখন। তবে রুট তার ক্যারিয়ারের টেস্ট ক্রিকেট ফরমেট কেই বেছে নিয়েছেন। লাল বলের ক্রিকেটে কেই তিনি ফোকাস করেছেন এবং এই স্টেজে জো রুট সফলতা অর্জন করছেন ধারাবাহিকভাবে। তিনি প্রাক্তন ইংলিশ ক্যাপ্টেনের রেকর্ড ভেঙে দেশের সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হয়েছেন এখন। 39 আন্তর্জাতিক সেঞ্চুরি এখনো পর্যন্ত তার ঝুলিতে।
তামিম ইকবাল: টাইগারদের এই ওপেনারের তিন ধরনের ক্রিকেটে সেঞ্চুরি আছে। বাংলাদেশ দল তার ব্যাটিং এর উপর নির্ভরশীল থাকে এবং এই ব্যাটসম্যানের উপর নির্ভর করে বাংলাদেশে অনেক ম্যাচ জিতেছে। টাইগারদের জার্সিতে তামিম ইকবাল করেছে 24 টিসেঞ্চুরি।