Home / খেলার খবর / আগামী ২০২৩-২০২৭ এফটিপিতে ৪০টি টেস্ট, ৭০টি ওয়ানডে এবং ৭৬ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।

আগামী ২০২৩-২০২৭ এফটিপিতে ৪০টি টেস্ট, ৭০টি ওয়ানডে এবং ৭৬ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।

আগামী ২০২৩-২০২৭ এফটিপিতে বাংলাদেশের ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচের সংখ্যাও বাড়ছে। এই সময়ের মধ্যে ৪০ টার বেশি টেস্ট ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের।
figure class=”wp-block-image size-full”>

কিছুদিন আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছিলেন বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে সম্মত হয়েছে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।
figure class=”wp-block-image size-full”>

তাই এবারের এফটিপিতে ২ দেশের বিপক্ষে একাধিক টেস্ট সিরিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এ সময়ের মধ্যে আইসিসি ও এসিসির ইভেন্ট ছাড়াই বাংলাদেশ ৭০টি ওয়ানডে এবং ৭৬ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।
figure class=”wp-block-image size-full”>

আজ (১৭ এপ্রিল) গণমাধ্যমকে এমন তথ্য জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস চৌধুরী। প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্স কমিটির প্রধান হয়ে সংযুক্ত আরব আমিরাতে আইসিসিতে মিটিংয়ে যোগ দিয়েছিলেন জালাল ইউনুস। সেখান থেকে ফিরে টাইগারদের জন্য এমন সুখবর জানিয়েছেন তিনি।
figure class=”wp-block-image size-full”>

মিরপুরে আজ সাংবাদিকদের সাথে আলাপকালে জালাল ইউনুস বলেন, “আইসিসি ও এসিসি ইভেন্ট ছাড়াই এসব ম্যাচ খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। এ নিয়ে বিশ্বের ক্রিকেট খেলুড়ে সব বোর্ডের সঙ্গে কথাবার্তা চলছে। সিরিজগুলো চূড়ান্ত হলেই এফটিপিতে আপলোড করা হবে।”
figure class=”wp-block-image size-full”>

সেক্ষেত্রে বাংলাদেশ কেবল দ্বিপাক্ষিক সিরিজের আওতায় এতগুলো ম্যাচ খেলবে। ফলে তিন ফরম্যাটেই ম্যাচ সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে টাইগারদের। এ ছাড়াও আসন্ন এফটিপিতে বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরেরও কথা রয়েছে। ২০২৬ সালে অজিরা ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে। পরের বছর সেখানে যাবে টাইগাররা। তবে সামনের পাঁচ বছরেও ইংল্যান্ড যাওয়ার কোনো সম্ভাবনা এখনও নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *