ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ আগামীকাল পাঞ্জাব কিংসের মুখোমুখি হচ্ছে মোস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালস। যদিও এই ম্যাচ অনুষ্ঠিত হওয়া নিয়ে হয়েছিল অনিশ্চিয়তা। তবে শেষ পর্যন্ত ভেন্যু পরিবর্তন করেছে বিসিসিআই।
figure class=”wp-block-image size-full”>
বুধবার মুম্বাইয়ে হতে যাচ্ছে পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের লড়াই। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটা। ম্যাচের দিন দিল্লির আরটি-পিসিআর টেস্টের ফলের ভিত্তিতে মাঠে গড়াবে খেলা। খেলা যদি নির্ধারিত সূচিতে না হয়, তবে আইপিএল পরে এই ম্যাচটির সূচি নির্ধারণ করবে।
figure class=”wp-block-image size-full”>
অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শ করোনা পজিটিভ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তির খবর জানিয়েছে দিল্লি। তাই আগামী কালকের ম্যাচের একাদশে থাকছেন না তিনি। অন্যদিকে শেষ ম্যাচে খারাপ বোলিং করলেও আগামী কালকের ম্যাচের একাদশী থাকার সম্ভাবনা রয়েছে মুস্তাফিজুর রহমানের।
figure class=”wp-block-image size-full”>
এই মুহূর্তে আইপিএলের পয়েন্ট টেবিলে অষ্টম স্থানে রয়েছে মোস্তাফিজুর রহমানের দল। টুর্ণামেন্টে এখনো পর্যন্ত পাঁচ ম্যাচের মধ্যে মাত্র দুটি ম্যাচে জয়লাভ করেছে দিল্লি। অন্যদিকে ৬ ম্যাচের মধ্যে তিন ম্যাচে জয়লাভ করে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে রয়েছে পাঞ্জাব কিংস।