এর আগে সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) খেলা মুস্তাফিজুর রহমান এবারে খেলছেন দিল্লি ক্যাপিটালসে।
এখন অব্দি দিল্লির খেলা ৮ ম্যাচের ৭ টিতেই খেলেছেন মুস্তাফিজ। ২৮ ওভার বল করে ২০৭ রান খরচে মুস্তাফিজ নিয়েছেন ৮ উইকেট। ওভারপ্রতি রান দিয়েছেন মাত্র ৭.৩৯ করে।
একের অধিক ম্যাচ খেলেছেন দিল্লির এমন বোলারদের মধ্যে যা সর্বনিম্ন। দিল্লির সর্বশেষ ম্যাচে কোলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৩ উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান।
যার সবকটি এসেছে ইনিংসের তথা তার শেষ ওভারে। শেষ ওভারের প্রথম বলে ১ রান দিয়ে পরের বলে উইকেট তুলে নেন মুস্তাফিজ। ৩য় বলে লেগ বাই সূত্রে আসে ১ রান।
এরপর টানা দুই বলে ফেরান নিতিশ রানা ও টিম সাউদিকে। হ্যাটট্রিকের সম্ভাবনা জাগালেও শেষমেশ হয়নি, শেষ বল হয় ডট। দিল্লির ৪ উইকেটে জেতা ম্যাচে এই শেষ ওভার রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা।
তাই দ্য ফিজের প্রশংসায় মেতেছে ফ্র্যাঞ্চাইজিটি। টুইটারে দিল্লি ক্যাপিটালস লিখেছে, ‘গতরাতের নায়কোচিত ডেথ বোলিংয়ের জন্য সমস্ত প্রশংসা প্রাপ্য। মুস্তাফিজ, তুমি একজন স্টার।’