Home / খেলার খবর / আইপিএলে আজ পাঞ্জাবের মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস। দেখে নিন দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ

আইপিএলে আজ পাঞ্জাবের মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস। দেখে নিন দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে আজ পাঞ্জাব কিংসের মুখোমুখি হচ্ছে মোস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটা। ম্যাচের দিন দিল্লির আরটি-পিসিআর টেস্টের ফলের ভিত্তিতে মাঠে গড়াবে খেলা।
figure class=”wp-block-image size-full”>

খেলা যদি আজ নির্ধারিত সূচিতে না হয়, তবে আইপিএল পরে এই ম্যাচটির সূচি নির্ধারণ করবে। অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শ করোনা পজিটিভ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তির খবর জানিয়েছে দিল্লি। তাই আজকে ম্যাচের একাদশে থাকছেন না তিনি। অন্যদিকে শেষ ম্যাচে খারাপ বোলিং করলেও আজকের ম্যাচের একাদশে থাকার সম্ভাবনা রয়েছে মুস্তাফিজুর রহমানের।
figure class=”wp-block-image size-full”>

দেখে নিন আজকের ম্যাচের জন্য দুই দলের সম্ভাব্য একাদশ
figure class=”wp-block-image size-full”>

দিল্লি ক্যাপিটালস: পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, সরফরাজ খান/যশ ধুল/টিম সেফার্ট, ঋষভ পান্ত (অধিনায়ক ও উইকেট কিপার), ললিত যাদব, রোভমান পাওয়েল, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মুস্তাফিজুর রহমান, খলিল আহমেদ।
figure class=”wp-block-image size-full”>

পাঞ্জাব কিংস: প্রভসিমরন সিং, শিখর ধাওয়ান (অধিনায়ক), জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), শাহরুখ খান, ওডেন স্মিথ/বেনি হাভেল/ঋষি ধাওয়ান/রাজ বাওয়া, কাগিসো রাবাদা, রাহুল চাহার, বৈভব অরোরা, আরশদীপ সিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *