Home / খেলার খবর / আইপিএলে আজ নিজের সাবেক দল রাজস্থান রয়েলসের মুখোমুখি হচ্ছে মোস্তাফিজুর রহমান। দেখে নিন দিল্লির সম্ভাব্য একাদশ

আইপিএলে আজ নিজের সাবেক দল রাজস্থান রয়েলসের মুখোমুখি হচ্ছে মোস্তাফিজুর রহমান। দেখে নিন দিল্লির সম্ভাব্য একাদশ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে ৩৪ তম ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে মুস্তাফিজুর রহমানের পুরাতন দল রাজস্থান রয়েলস বনাম দিল্লি ক্যাপিটালস। দুই দলের জন্যই এটি এবারের আসরে সপ্তম ম্যাচ।

ছয় ম্যাচের মধ্যে ইতিমধ্যে চার ম্যাচে জয়লাভ করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে রাজস্থান রয়েলস। বিশেষ করে এবারের আসরে দুর্দান্ত ফর্মে রয়েছে রাজস্থান রয়েলসের ওপেনার জস বাটলার। ইতিমধ্যেই টুর্ণামেন্টে দুটি সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি।

অন্যদিকে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস। এখন পর্যন্ত টুর্ণামেন্টে তারা তিনটি ম্যাচে জয়লাভ করেছে। দিল্লি ক্যাপিটালস হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছে ওপেনার ডেভিড ওয়ার্নার। ইতিমধ্যেই হাফ সেঞ্চুরির হ্যাটট্রিক পূরণ করেছেন তিনি।

তবে আগামী কালকের ম্যাচে দুই দলের কোনো একাদশে আসছে না তেমন পরিবর্তন। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮ টায়। দেখে নিন দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়েলসের সম্ভাব্য একাদশ।

দিল্লি ক্যাপিটালস: পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, সরফরাজ খান, ঋষভ পান্ত (অধিনায়ক ও উইকেট কিপার), ললিত যাদব, রোভমান পাওয়েল, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মুস্তাফিজুর রহমান, খালিল আহমেদ।

রাজস্থান রয়্যালস: জস বাটলার, দেবদত্ত পাডিকল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেট কিপার), শিমরন হেটমায়ার, করুণ নায়ার, রিয়ান পরাগ, আর অশ্বিন, ট্রেন্ট বোল্ট, ওবেদ ম্যাককয়, প্রসিধ কৃষ্ণ, ইউজভেন্দ্র চাহাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *