আইপিএলে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন আফগানিস্থানের তারকা ক্রিকেটার রশিদ খান। পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে আজ অধিনায়কের দায়িত্ব দেখা গেছে তাকে।
figure class=”wp-block-image size-full”>
কুঁচকির ইনজুরিতে ছিটকে গেছেন গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তার জায়গায় দলের অধিনায়কত্ব পেয়েছেন তারকা লেগস্পিনার রশিদ খান। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
figure class=”wp-block-image size-full”>
এখন পর্যন্ত পাঁচ ম্যাচে চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে গুজরাট। অন্যদিকে পাঁচ ম্যাচে মাত্র এক জয়ে দশ দলের মধ্যে নয় নম্বরে অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই।
figure class=”wp-block-image size-full”>
গুজরাট টাইটান্স একাদশ: শুবমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), বিজয় শংকর, ডেভিড মিলার, অভিনব মনোহর, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান (অধিনায়ক), মোহাম্মদ শামি, লকি ফার্গুসন, ইয়াশ দয়াল ও আলজারি জোসেফ।
figure class=”wp-block-image size-full”>
চেন্নাই সুপার কিংস একাদশ: রুতুরাজ গাইকদ, রবিন উথাপ্পা, মইন আলি, আম্বাতি রাইডু, রবিন্দ্র জাদেজা (অধিনায়ক), মহেন্দ্র সিং ধোনি, শিবাম দুবে, ডোয়াইন ব্রাভো, ক্রিস জর্ডান, মহেশ থিকশানা ও মুকেশ চৌধুরী।