আগামী ২৩ ডিসেম্বর কোচিতে অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরের ক্রিকেটারদের নিলাম।আইপিএলের এবারের আসরে অংশগ্রহণ করতে ৬ বাংলাদেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেছিলেন।
সব মিলিয়ে ৯৯১ ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন যেখানে ভারতীয় ক্রিকেটার রয়েছেন ৭১৪ জন। ভারতের বাইরের ক্রিকেটার আছেন ২২৭ জন।
তবে ১০টি ফ্র্যাঞ্চাইজির অনুরোধে এই তালিকায় আরও ৩৬ জন ক্রিকেটারের নাম যুক্ত করা হয়েছে। ফলে মোট ৪০৫ জন ক্রিকেটারকে নিয়ে নিলাম হবে।
১০টি ফ্র্যাঞ্চাইজি মোট ৮৭ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে। ৩০ জন বিদেশি ক্রিকেটারের জায়গা ফাঁকা আছে। বাংলাদেশ থেকে সাকিব আল হাসান,
তাসকিন আহমেদ, লিটন দাস, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও আফিফ হোসেন আইপিএলে নাম দিয়েছিলেন। সেখান থেকে শর্ট লিস্টে
নাম রয়েছে সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, লিটন দাস, লিটন দাসের। বাদ পড়েছেন শরিফুল ইসলাম, নাসুম আহমেদ।