ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরে শুরুটা ভালো হয়েছিল মুস্তাফিজুর রহমানের। তবে মাঝে কিছু ম্যাচ উইকেট শূন্য থাকলেও গতকাল কলকাতা নাইট রাইডার্সে বিপক্ষে দুর্দান্ত দিন কাটিয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।
বিশেষ করে ম্যাচের ২০ তম ওভারে দুই রানের বিনিময়ে তুলে নেন ৩ উইকেট। যেখানে পুরো ম্যাচে ৪ ওভার বোলিং করে মাত্র ১৮ রানের বিনিময়ে তুলে নেন ৩ উইকেট। মুস্তাফিজের জ্বলে ওঠার দিনে মাঠে উপস্থিত ছিলেন তার স্ত্রী সিমা পারভীন শিমু।
ম্যাচ চলাকালীন সময়ে গ্যালারিতে উপস্থিত ছিলেন তিনি। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে প্রথম ওভারেই মুস্তাফিজুর রহমানের হাতে বল তুলে দেন অধিনায়ক রিশাব পান্ত। প্রথম ওভারেই উইকেট না পেলেও মাত্র ২ রান দেন মুস্তাফিজুর রহমান।
এরপর ইনিংসের ষষ্ঠ ওভারে দেন মাত্র ৫ রান। তবে ইনিংসের ১৮ তম ওভারে এসে নিজের ব্যক্তিগত তৃতীয় ওভারে ১০ রান দিয়ে দেন মুস্তাফিজুর রহমান। কিন্তু ইনিংসের শেষ ওভারে দুর্দান্ত বোলিং করেন মুস্তাফিজুর রহমান।
মাত্র দুই রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। শেষ পর্যন্ত চার ওভার বোলিং করে ১৮ রানের বিনিময়ে তুলে নেন ৩ উইকেট। যা মুস্তাফিজুর রহমানের আইপিএলের ক্রিকেট ক্যারিয়ারের দ্বিতীয় সেরা বোলিং। এর আগে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ২০১৬ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১৬ রানের বিনিময়ে তুলে নিয়েছিলেন তিনটি উইকেট।
ইনিংসের শেষ ওভার করতে এসে প্রথম বলে ১ রান দিলেও পরের বলেই তুলে নেন উইকেট। ২৩ রান করা রিংকু সিংকে ফেরান সাজঘরে। তৃতীয় বল থেকে এক রান আসলেও চতুর্থ বলে ফেরান ৫৭ রান করা নিতিশ রানাকে।
অফ সাইডে থাকা চেতন সাকারিয়া নেন দুর্দান্ত ক্যাচ। পঞ্চম বলে আবারও উইকেট। এবার সোজা স্টাম্প উপড়ে ফেলেন টিম সাউদির। শেষ বলে আসেনি কোনও রান। চলতি আইপিএলে এখন পর্যন্ত মোস্তাফিজের সেরা বোলিং ফিগার এটিই।