বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরে ঢাকা ফ্র্যাঞ্চাইজি নিয়ে শুরু হয়েছে নানা নাটকীয়তা। নতুন শুরুর পথে হাঁটতে আগামী তিন আসরের জন্য ফ্রাঞ্চাইজি নিশ্চিত করেছিল বিসিবি। বিসিবি’র নির্দেশনা মেনে গ্যারান্টি ফি জমা দেয়নি ঢাকা দলের দায়িত্ব নেয়া প্রগতি গ্রুপ।
ফলে তাদেরকে বাদ দিয়ে নতুন মালিক হিসেবে রূপা গ্রুপকে খুঁজে নেয় বিসিবি। কিন্তু নিলামের এক দিন আগেই মালিকানা ছেড়ে গুঞ্জন উঠেছিল তাদেরকে নিয়ে। জানা গিয়েছিল বিপিএলের মালিকানা ছেড়ে দিচ্ছে রুপা গ্রুপ।
দুপুরে দেশের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল বলেন, ‘রুপা ফ্যাব্রিকসকে বিপিএলে পাওয়া যাচ্ছে না। নতুন কাউকে আমরা খুঁজছি। ড্রাফটের আগেই নতুন কারো নাম জানাতে পারবো বলে আশা করছি।’
তবে শেষ পর্যন্ত জানা গেছে মালিকানায় কোন পরিবর্তন আসছে না। আগামীকাল প্লেয়ার্স ড্রফটে থাকছে ঢাকার ফ্র্যাঞ্চাইজি রুপা ফেব্রিক্স। ইতিমধ্যেই আইকন ক্রিকেটার হিসেবে জাতীয় দলের ফার্স্ট বোলার তাসকিন আহমেদকে বেছে নিয়েছে তারা।