একটা সময় মনে হয়েছিল, লিওনেল মেসি হয়তো বার্সালোনাতে আর প্লেয়ার হিসেবে আসবেন না। বার্সালোনা থেকে তিনি যেভাবে চলে এসেছিলেন,
বার্সালোনা তাকে যেভাবে বিদায় করেছিল, এরপর এমনটা ভাবার মানুষ কমই ছিল। তবে মেসি তখন একটি কথা বলেছেন। তিনি বলেছিলেন যে,
তিনি আবারও বার্সালোনাতে ফিরতে চান অন্য কোন ভাবে, অন্য কোন দায়িত্বে। মেসির স্বপ্ন স্পোর্টিং ডিরেক্টর হওয়া সেটা অনেকবার তিনি বলেছেন।
তাই সবাই ধরেই নিয়েছিল যে, অবসরের মত স্পোর্টিং ডিরেক্টর হয়ে তিনি আসবেন বার্সাতে। তবে এবার আবারও সম্ভাবনা তৈরি হয়েছে মেসির বার্সালোনাতে ফেরার এবং সেটা খেলোয়াড় হিসেবেই। আরসিওয়ান, কাতালুনিয়া রেডিও প্রকাশ করেছে এই খবর।