অনেক সময় অনেক রকম ভাবেই সাকিবকে নিয়ে সমালোচনা বা গুঞ্জরেন শিকার হয়েছেন বাংলাদেশ ক্রিকেট টিম। যখনি না কনো দেশের সাথে সিরিজ
খেলা পরে ঠিক তখনি সাকিবের ছুটি লাগে আর এমন প্রশ্নের সম্মুক্ষিণ অনেক বারিই হয়েছে বিসিুবির কর্মকর্তারা। ওয়েস্ট ইন্ডিজের
বিপক্ষে ওয়ানডে সিরিজের সময় সাকিব আল হাসান ছুটিতে থাকবেন বলে গুঞ্জন ছড়িয়েছিল। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট চলার সময় থেকেই গুঞ্জনটি ছিল, কিন্তু সেই বিষয়টিতে ছিল না যথার্থ নিশ্চয়তা।
অবশেষে গুঞ্জনকে সত্য প্রমাণ করে দিয়ে ওয়ানডে সিরিজের জন্য বোর্ডের কাছে ছুটি চেয়েছেন সাকিব। উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের
আগেই বোর্ডের কাছে মৌখিকভাবে পরিবারের কাছে ফিরে যাওয়ার আবেদন করেছেন টেস্ট দলপতি সাকিব, তবে এখনও লিখিতভাবে বোর্ড সভাপতির কাছে আবেদনটি পাঠানো হয়নি।
জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সাকিব ওয়ানডে সিরিজ থেকে মৌখিকভাবে ছুটি চেয়েছে,
তবে এ বিষয়ে বোর্ড সভাপতিকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।’ ২, ৩ ও ৭ জুলাই মাঠে গড়াবে উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ। এরপর ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ হবে ১০, ১৩ ও ১৬ জুলাই ।