শাদাব খানের বলটি ছিল মিডল স্ট্যাম্পে। বল মিস করেন সাকিব। ফিল্ডাররা আবেদন করতেই আঙুল তুলে দিলেন দক্ষিণ আফ্রিকান আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক।
সঙ্গে সঙ্গেই রিভিউ নিলেন সাকিব। রিভিউতে দেখা গেলো বল লাইনে থাকলেও পায়ে আঘাত হানার ঠিক আগ মুহূর্তে ব্যাটের ছোঁয়া লেগেছিল।
আল্ট্রা এজ ভিউতে স্পষ্ট দেখা যাচ্ছে। কিন্তু টিভি আম্পায়ার পরে এলবিডব্লিউ হলো কি না দেখে ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তই বহাল রাখলেন। আউট দিলেন সাকিবকে।
এ সিদ্ধান্ত যেন মেনেই নিতে পারছিলেন না সাকিব। মাঠে অবস্থিত জায়ান্ট স্ক্রিনে সবই দেখা যাচ্ছিল। তাতে দেখা যাচ্ছে আউট নন সাকিব।
অথচ তাকে আউট দেওয়া হলো। সাকিব মাঠ ছেড়ে যেতে না চাইলে আম্পায়ার এসে তাকে বুঝিয়ে প্যাভিলিয়নে পাঠান।রিভিউ চেক করার সময় টিভি আম্পায়ার লংটন রুসেরি বলেন,
#shahdab #PAKvBAN pic.twitter.com/quXKrS1SDs
— Rashid 🇵🇰🇺🇸 ♈ (@Rashid1404) November 6, 2022
বল ব্যাটে লাগেনি। মাটিতে লেগেছে। এরপর লেগেছে সাকিবের পায়ে। অথচ রিভিউটা ভালোভাবে দেখারই প্রয়োজন বোধ করেননি আম্পায়ার। আউটের সিদ্ধান্ত দিয়ে দিলেন।
সাকিবের আগের বলেই আউট হয়ে যান সৌম্য সরকার। শাদাব খানের বলেই শান মাসুদের হাতে ক্যাচ দেন তিনি। ১৭ বলে ২০ রান করে আউট হন সৌম্য।
সাকিবের পর বিদায় নেন আরও এক ব্যাটার। নাজমুল হোসেন শান্ত ৪৮ বলে ৫৪ রান করে আউট হন। ৭টি বাউন্ডারির মার মারেন তিনি।